Published : Feb 22, 2021, 01:42 PM ISTUpdated : Feb 22, 2021, 02:19 PM IST
ফের পুত্রসন্তানের জন্ম দিয়ে সংবাদ শিরোনামে জ্বলজ্বল করছে করিনা কাপুর খানের নাম। সইফ আলি খান এবং করিনার পরিবারে ফের পুত্র এল কোল আলো করে। গর্ভবস্থায় থাকাকালীনই করিনার সন্তান নিয়ে চলছিল নানা ভবিষ্যদ্বাণী। কন্যাসন্তানই নাকি আসবে করিনার কোল করে। সমস্ত ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে করিনা জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। তৈমুর আলি খানের জনপ্রিয়তা ভাগ করে নিয়েছেন কনিষ্ঠ নবাব।