মালাইকার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন অমৃতা , করিনা কাপুর, করিশ্মা কাপুর, সইফ আলি খান, সোফি চৌধুরী, মাহিপ কাপুর, মণীশ মলহোত্রা। জন্মদিনের পার্টিতে সাদা ও নীল রঙের আউটফিটে দেখা গেছে মালাইকা আরোরাকে। তার সঙ্গে ম্যাচিং জুতো, চোখ সানগ্লাস পরে ছবিতে পোজ দিয়েছেন মালাইকা।