শ্রীদেবীকে মা হিসেবে কোনও দিনই গ্রহণ করেননি অর্জুন, কারণ খোলসা করে বিস্ফোরক বনি-পুত্র
শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের প্রেম যখন ক্রমেই ঘনিষ্ট হয়ে উঠছে, ঠিক সেই মুহূর্তেই ঘর ভাঙতে দেখে অর্জুন কাপুর, দেখেছিলেন মায়ের চোখের জল, তাঁর কাছে শ্রীদেবীক সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন ছিল, খোলামেলা আলোচনায় জানিয়েছিলেন অর্জুন...
Jayita Chandra | Published : Aug 30, 2020 9:30 AM / Updated: Aug 30 2020, 01:23 PM IST
একদিকে যখন শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের মধুর সম্পর্কের সূত্রপাত ঘটছে, ঠিক সেই সময়ই নিজের মায়ের ঘর ভাঙতে দেখেছিলেন অর্জুন কাপুর।
শ্রীদেবীর সঙ্গে কেমন ছিল অর্জুনের সম্পর্ক! এই নিয়ে কখনই তেমনভাবে কথা বলতে শোনা যায়নি অর্জুন কাপুরকে।
একবার কজফি উইফ করণে, এমনই প্রশ্ন করে বসেন করণ জোহার। কেমন ছিল মা হিসেবে শ্রীদেবী, প্রশ্ন শুনেই পাল্টা উত্তর দিয়েছিলেন অর্জুন।
তিনি কোনও দিন শ্রীদবীকে তাঁর মা হিসেহে মেনেই নিতে পারেননি, পারবেনও না। তাঁর কাছে শ্রীদেবী কেবলই তাঁর বাবার স্ত্রী।
এই টুকুই পরিচয়। ছেলে মায়ের মধ্যে সম্পর্কের কোনও টানই ছিল না। তা তাঁরা দুদজনেই খুব ভালো বুঝতে। ফলে খুব একটা একে অন্যের বিষয় থাকতেন না।
শ্রীদেবীর সঙ্গে যখন বনি কাপুরের সম্পর্কের কথা অর্জুন কাপুরের মা জানতে পেরে গিয়েছিলেন, তখনই তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসেন।
সন্তানের হাত ধরেই বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। সেই দিন আজও ভোলেননি অর্জুন। কিন্তু তাঁর মা তাঁকে শেখাননি কাউকে অসম্মান করতে।
সেই কারণেই মনের ক্ষোভ কখনও কাউকে বুঝতে দিতে চাইতেন না অর্জুন কাপুর। নিজের মনেই চেপে রাখতেন অভিমান।