২০১৯ সালেই মডেল অভিনেত্রী গাব্রিয়েলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ে না করেও সন্তানের জন্ম দিয়েছেন অর্জুন। তারপর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন এই যুগল।
29
২০১৯ সালেই মডেল অভিনেত্রী গাব্রিয়েলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ে না করেও সন্তানের জন্ম দিয়েছেন অর্জুন। তারপর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন এই যুগল।
অতিরিক্ত বড় নিতম্ব, উচ্চতা কম। অদ্ভুত চেহারার জন্যই নাকি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন অর্জুনের বান্ধবী।
59
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোওর পর্ব খেলতে গিয়েই নিজেই জানিয়েছেন একথা। এক অনুরাগী তাকে জিজ্ঞাসা করেছিলেন মডেলিং জগতে তিনি কখনও বডি শেমিংয়ের শিকার হয়েছেন কিনা।
69
গাব্রিয়েলা জানিয়েছেন, ফ্যাশন দুনিয়ায় আসার সময়ই উচ্চতা ও নিতম্ব নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল। তবে অনেকটা সময় লেগেছিল কথাগুলো গা থেকে ঝেড়ে ফেলতে।
79
প্রেমিক অর্জুন ও ছেলে আরিককে নিয়ে নানা বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
89
নিজেদের উষ্ণ মুহূর্তের ছবি দিয়ে লাইমলাইটে থাকেন অর্জুন-গাব্রিয়েলা। নিজের ইনস্টাগ্রামেই স্বামী, ছেলের সঙ্গে নাান মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।
99
নিজেদের উষ্ণ মুহূর্তের ছবি দিয়ে লাইমলাইটে থাকেন অর্জুন-গাব্রিয়েলা। নিজের ইনস্টাগ্রামেই স্বামী, ছেলের সঙ্গে নাান মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।