উচ্চ আদালতে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নয়, আরিয়ানের হয়ে সওয়াল জবাব করতে দেখা যাবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতদিকে। দিওয়ালির আগে কি মন্নতে ফেরা হবে আরিয়ানের (Aryan khan), কী রয়েছে শাহরুখ পুত্রের ভাগ্যে, গোটা দেশের নজর শাহরুখ পুত্রের (Shahrukh Khan) শুনানিতে।