Mohabbatein turns 21: ২১ বছর আগে, এই একটা ছবি ভাগ্য ফিরিয়েছিল দেনায় ডুবে থাকা অমিতাভের

অমিতাভ বচ্চন। একের পর এক ছবি যাঁর ঝুলিতে। এক কথায় বলতে গেলে, অমিতাভের এমন দিন যে আসতে পারে তা হয়তো অনেকে কল্পনাও করতে পারেননি। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল এক সময়, যা অমিতাভ বচ্চন নিজেও আন্দাজ করতে পারেননি। 

Jayita Chandra | Published : Oct 27, 2021 8:50 AM IST / Updated: Oct 27 2021, 02:32 PM IST
110
Mohabbatein turns 21: ২১ বছর আগে, এই একটা ছবি ভাগ্য ফিরিয়েছিল দেনায় ডুবে থাকা অমিতাভের

বলিউডে ঝড় তোলা অমিতাভ (Amitabh Bachchan), শাহেনশাহ এক সময় আর্থিকভাবে যখন শেষ হতে বসেছিলেন, ঠিক তখনই নিজেই বদলে ছিলেন ভাগ্য।

210

অমিতাভ বচ্চন প্রাইভেট লিমিটেড, নিজের নামে একটি সংস্থা খুলেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যা কিছুদিনের মধ্যেই দেখেছিল ক্ষতির মুখ।

310

বিদেশ থেকে সেই সংস্থা বিক্রি করে দেওয়ারও প্রস্তাব আসে। দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan)। 

410

প্রয়োজন ছিল তাঁর ৯০ কোটি টাকার। পরিবারের সকলের থেকে কিছু কিছু করে ধার করতে থাকেন তিনি। পরে তা শোধও করে দেন।

510

কিন্তু কীভাবে, প্রশ্ন উঠলেই সামনে আসে, অমিতাভ বচ্চন ও তাঁর ছবি মহবতের (Mohabbatein) কথা। রাতারাতি আবারও ছবি করার কথা স্থির করেছিলেন তিনি।

610

যশ চোপড়ার (Yash Chopra) সঙ্গে দেখা করেন। আর হাতে আসে মহবতে ছবি। এখানেই শেষ। আর কোনও দিন অমিতাভ বচ্চনকে ফিরে তাকাতে হয়নি।

710

এরপর থেকে শুরু হয় অমিতাভের (Amitabh Bachchan) জীবনে নতুন সফর। একের পর এক ছবি হিট। আয়ের ঝুলিও ক্রমেই ভরতে থাকে তাঁর।

810

সেখান থেকেই শুরু কেবিসি-র সফর। টেলিভিশনের সেই সফর আজ ইতিহাস। অমিতাভ বচ্চন বর্তমানে ১০০ কোটির জলসার মালিক। কেবিসি-তে কাজ করতে করতে চেয়েছিলেন ছবির দুনিয়ায় ফিরতে। 

910

টাকার জন্য অভিনয় করেছিলেন বিগ্রেডে ছবিতেও। তবে সেই ছবি সুপারফ্লপ। এরপর তিনি যশ চোপড়াকে জানিয়েছিলেন একটি সিনেমায় সুযোগ দিতে। 

1010

এরপরই শুরু হয়েছিল অমিতাভের নয়া সফর। প্রস্তাব এসেছিল মহব্বতে ছবির। তবে থেকেই বদলে গিয়েছিল অমিতাভের ভাগ্য। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos