অবিকল যেন শাহরুখ, কপালে ভাঁজ থেকে শুরু করে চুলের স্টাইল, খানপুত্রের ছবিতে এখন মগ্ন নেটদুনিয়া

শাহরুখ খানের ছেলে এবার ধীরে ধীরে পরিণতের পথেই যে হাঁটছে, তা ক্রমশ প্রকাশ্য। বদলেছে ব্যক্তিত্ব, বদলাচ্ছে শরীরের গরন। সেই ছবিতেই এখন চোখ আটকে নেট দুনিয়ার। ঝড়ের বেগে ভাইরাল একাধিক ছবি, যা দেখা মাত্রই সকলের নজরে আসে। 

Jayita Chandra | Published : Feb 22, 2021 3:39 AM IST
19
অবিকল যেন শাহরুখ, কপালে ভাঁজ থেকে শুরু করে চুলের স্টাইল, খানপুত্রের ছবিতে এখন মগ্ন নেটদুনিয়া

কথায় বলে বাপ কা বেটা। শাহরুখ পুত্রের সঙ্গেও ঠিক তেমনটাই ঘটে। দিন দিন যেন শাহরুখের মতই দেখতে হচ্ছেন আরিয়ন। 

29

সম্প্রতি যা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আইপিএল। চুলের স্টাইল পাল্টে ফেলেন আরিয়ান। 

39

মুখের সামনে ধরে রয়েছেন কফিমগ, আইপিএল-এর অকশনে একঝলকে মনে হলো এক ধাক্কায় শাহরুখের বয়স কমেছে ত্রিশ বছর।

49

তবে না, তিনি ছিলেন আরিয়ান। কপালে পড়া ভাঁজটা ভক্তদের খুব চেনা, চোখের চাউনিতেও সেই একি যাদু। 

59

ফলে বর্তমানে নেট দুনিয়া মজেছে আরিয়নের সেই ছবিতেই। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলছে আরিয়ন। 

69

সেখানে একের পর এক ছবি পোস্ট করে সকলকে জানান দিচ্ছেন খান পুত্র, তিনি প্রস্তুত। 

79

বলিউডে পা রাখার জন্য তৈরি, আর সেই পথেই হাঁটছেন এখন আরিয়ন। শুরু করেছেন সহপরিচালকের কাজ। 

89

তবে অভিনেতা হওয়ার সব লক্ষ্যণই নজরে আসছে খান ভক্তদের। শাহরুখকে আবারও কি বলিউডের পর্দায় তরুণ লুকে তুলে ধরবেন আরিয়ন, তার উত্তর কেবল সময়ই দেবে। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos