দিন সাতেক আগেই করিনার সঙ্গে পার্টি মালাইকার, তবে 'মম টু বি' বেবো কি কোভিড পজিটিভ

Published : Sep 07, 2020, 12:45 PM ISTUpdated : Sep 07, 2020, 01:07 PM IST

অর্জুন কাপুরের পর এবার কোভিডে আক্রান্ত মালাইকা আরোরা। অর্জুন কাপুর নিজের সোশ্যাল মিডিয়া নিজের কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনার কয়েক ঘন্টার মধ্যেই মালাইকাও পজিটিভ হন কোভিডে। তবে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট তিনি করেননি। ডাক্তারের উপদেশ অনুযায়ী হোম আইসোলেশনেই রয়েছেন তাঁরা। এবার মালাইকার ছেলে আরহান খানকে নিয়ে বাড়ছে উদ্বেগ। জানা যাচ্ছে তারও পরীক্ষা করানো হয়েছে। তবে রিপোর্টের বিষয় কিছু জানা যায়নি। 

PREV
19
দিন সাতেক আগেই করিনার সঙ্গে পার্টি মালাইকার, তবে 'মম টু বি' বেবো কি কোভিড পজিটিভ

আরহানকে নিয়ে উদ্বেগের চেয়েও বেশি করিনাকে নিয়ে উদ্বেগ ভক্তদের। মম টু বি করিনা কাপুর খানই এখন সকলের চিন্তার কারণ। 

29

প্রায় দিন সাতেক আগে মালাইকার সঙ্গে পার্টি করেছিলেন করিনা। সেখানে উপস্থিত ছিলেন আম্রুতা আরোরাও। 

39

বহুদিন পর হোম আইসোলেশন ভেঙে সেই দিন দেখা করেছিলেন করিনা, আম্রুতা, মালাইকা সহ আরও দু'জন। 
 

49

সেই ছবি করিনা নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন। সেইদিন রীতিমত পার্টি করেন এই গার্ল স্কোয়াড। 

59

মালাইকার কোভিড পজিটিভ হওয়ার পর করিনার জন্য উদ্বেগ বাড়ছে ক্রমশ। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে শরীরে অস্বস্তি থাকলেও ছিল না কোনও উপসর্গ। 

69

তাও কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে লেখেন, তিনি করোনা পজিটিভ।

79

সকলকে খবরটা দেওয়া প্রয়োজন বলে তিনি জানালেন। চিন্তার কোনও কারণ নেই। অর্জুন জানান, তিনি অ্যাসিম্পটোম্যাটিক।

89

ড়িতেই রয়েছেন আইসোলেশনে। ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন সকলের শুভ কামনাতে।

99

লকডাউনের শুরু থেকেই মালাইকা ও অর্জুন কাপুর লিভ-ইনে ছিলেন। যার ফলে ভক্তমহলে উঠছে প্রশ্ন। তাহলে কি লিভ-ইন সম্পর্কের কারণেই কোভিডে আক্রান্ত হলেন তাঁরা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories