Published : Sep 07, 2020, 01:00 PM ISTUpdated : Sep 07, 2020, 01:29 PM IST
একবার বা দুবার নয়। এবার চতুর্থবার বাবা হতে চলেছেন সইফআলি খান। সইফ করিনার কোলে আসতে চলেছে নতুন সদস্য। এই খবর সামনে আসা মাত্রই তা নেট মহলে ছড়িয়ে পড়ে। ভক্তরা আবারও অপেক্ষায়, কবে সুখবর মিলবে, তৈমুরের বোন না ভাই, কী হতে চলেছে, মুখের অবয়ব দেখে উত্তর দিল জ্যোতিষী।