পরণে সাদা টপ আর নীচে হট প্যান্টে দিব্বি মানিয়েছে অন্যানাকে। সেই সঙ্গেই তাঁর ফিগারের তারিফতো করতেই হয়। সেক্সি পোজে নজর কাড়ছেন অনন্যা।
25
স্লিভ লেস টপ আর তার সঙ্গে মানানসই প্যান্ট। সাদা-কালো ছবিতে ধরা পড়ল তাঁর এই আকর্ষণীয় লুক। এই লুকেই নজর কাড়ছেন চাঙ্কি পান্ডে কন্যা।
35
স্রাগের নীচ দিয়ে উঁকি মারছে সাদা ব্রা। নীচে রয়েছে সাদা ফুল প্যান্ট। চেয়ারে বোসেই পোজ দিলেন অনন্যা পান্ডে। বেশ আকর্ষণীয় লাগছে তাঁকে এই পোশাকে।
45
অনন্যা পান্ডের স্টাইলিং সেন্সের তারিফ করেন সকলেই। ওপরে মাল্টি কালার ক্রপ টপ আর নীচে মাল্টি কালার প্যান্ট। এক নতুনত্বের ছোঁয়া রয়েছে তাঁর এই পোশাকে। এই পোশাকেই নজর কাড়ছেন নেট দুনিয়ায়।
55
মাল্টি কালার স্রাগের নীচে দিয়ে উঁকি মারছে পিচ কালারের অন্তর্বাস। এক অদ্ভুত নতুনত্বের ছোঁয়া রয়েছে তাঁর এই পোশাকে।