ছোট্ট আনন্দী-কে চিনতে পারছেন, ২৪-শে পা 'বালিকা বধূ'র, চাবুক ফিগারে আগুন নেটদুনিয়ায়

বালিকা বধূর ছোট্ট আনন্দীর কথা কার না মনে আছে। বরং নিজের আসল নাম অভিকো গোরকে এটি হয়তো অনেকেই জানেন ন। সেদিনের ছোট্ট আনন্দী আজ পা দিল-২৪ শে। সকল দর্শকদের মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছিলেন বালিকা বধূর ছোট্ট আনন্দী। অভিকা গোরের সেই ছবিটি কিন্তু এখন আর চেনা যাবে না। সহজ-সরল অভিকা এখন নেটদুনিয়ার হট সেনসেশন। কীভাবে ঝরিয়ে ফেললেন ১৩ কেজি ওজন, রইল ফিটনেস সিক্রেট।
 

Riya Das | Published : Jun 30, 2021 6:35 AM IST
110
ছোট্ট আনন্দী-কে চিনতে পারছেন, ২৪-শে পা 'বালিকা বধূ'র, চাবুক ফিগারে আগুন নেটদুনিয়ায়

বালিকা বধূর  ছোট্ট আনন্দী আজ পা দিল-২৪ শে। সকল দর্শকদের মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছিলেন বালিকা বধূর ছোট্ট আনন্দী।
 

210

একটা ধারাবাহিকেই বদলে গিয়েছিল অভিকার কেরিয়ার গ্রাফ। তারপর থেকে পিছনে ঘুরে দাঁড়াতে হয়নি অভিকাকে।

310

ছোট্ট আনন্দীকে এখন দেখলে অনেকেই ভিড়মি খাবেন। গোলগাল চেহারায় মিষ্টি মেয়েটিই এখন নেটদুনিয়ার হট সেনসেশন।
 

410

১৩ কেজি ওজন ঝরিয়ে ফ্যাট টু ফিট-অভিকা গোর। সেক্সি চাবুক ফিগারে ভক্তদের রাতের ঘুম উড়াচ্ছেন অভিকা। 

510

ফিটনেসই তার মূলমন্ত্র। চাবুক ফিগারের উষ্ণতাতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন অভিনেত্রী অভিকা। প্রতিটি ছবিতেই তার যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে।
 

610

ওয়ার্কআউট তার সঙ্গে ডায়েট এই দুটো করেই মাত্র ১ বছরের মধ্যেই নিজেকে অন্য অবতারে মেলে ধরেছেন ছোট্ট আনন্দী।

710

অতিরিক্ত ওজন ও বাড়তি মেদ ঝরাতেই ওয়ার্কআউট শুরু করেন অভিনেত্রী। বিশেষত, নিজেকে সুস্থ রাখার জন্যই এই সিদ্ধান্ত নেন আনন্দী।

810

অভিকা জানিয়েছেন, নিজেকে একবার আয়নায় দেখে কেঁদে ফেলেছিলেন, তারপরই থেকেই শুরু হয় কঠিন কসরত।

910

বালিকা বধূ ছাড়াও সসুরাল সিমরকা ধারাবাহিকে রোলির চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। ছোটপর্দাতেই শুধু নয় সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় আনন্দী।
 

1010

ধারাবাহিক ছাড়াও তেলেগু ছবিতেও অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছেন অভিকা। অভিনয় ছাড়াও ফিল্ম মেকিং নিয়েও আগ্রহ রয়েছে অভিকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos