Published : Oct 13, 2020, 04:50 PM ISTUpdated : Oct 13, 2020, 06:04 PM IST
বলিউডের বাদশাহর ভক্তকূল কেবল সাধারণ মানুষের মধ্যেই ছড়িয়ে নেই, ছড়িয়ে তারকাদের মধ্যেই। এক তারকা আরও এক তারকাকে দেখে স্টারস্ট্রাক হয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুর্লভ একটি অনুভূতি। এই অনুভূতি প্রাপ্য হয়েছিল আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের। যে সময় আয়ুষ্মান লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে বহু দূরে, জনপ্রিয়তার ধারে কাছেও ছিলেন না, সেই সময় থেকেই শাহরুখের অন্ধ ভক্ত ছিলেন তিনি। তেমনই অন্ধ ভক্ত ছিলেন তাহিরা কাশ্যপও।