শাহরুখের 'উপস্থিতিতেই' ঘনিষ্ঠতায় মজে আয়ুষ্মান-তাহিরা, 'লজ্জিত' কিং খান

Published : Oct 13, 2020, 04:50 PM ISTUpdated : Oct 13, 2020, 06:04 PM IST

বলিউডের বাদশাহর ভক্তকূল কেবল সাধারণ মানুষের মধ্যেই ছড়িয়ে নেই, ছড়িয়ে তারকাদের মধ্যেই। এক তারকা আরও এক তারকাকে দেখে স্টারস্ট্রাক হয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুর্লভ একটি অনুভূতি। এই অনুভূতি প্রাপ্য হয়েছিল আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের। যে সময় আয়ুষ্মান লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে বহু দূরে, জনপ্রিয়তার ধারে কাছেও ছিলেন না, সেই সময় থেকেই শাহরুখের অন্ধ ভক্ত ছিলেন তিনি। তেমনই অন্ধ ভক্ত ছিলেন তাহিরা কাশ্যপও। 

PREV
18
শাহরুখের 'উপস্থিতিতেই' ঘনিষ্ঠতায় মজে আয়ুষ্মান-তাহিরা, 'লজ্জিত' কিং খান

স্বামী-স্ত্রী মিলেই শাহরুখের প্রেমে একেবারে হাবুডুবু খেতেন। রোম্যান্স কিংয়ের ফ্যান হয়ে তাঁদের মধ্যেই রোম্যান্স একেবারে ভরপুর। 

28

বাদশাহর ছবি দেখা মানেই ব্যক্তিগত জীবনেও প্রেমের আনাগোনা শুরু। তাঁরই মত দিওয়ানাপনের নেশা মাথায় চড়ে বসে। 

38

তবে আয়ুষ্মান খুরানা এবং তাহিরার মাথায় চেপে বসেছিল ঘনিষ্ঠ হওয়ার নেশা। তাও আবার শাহরুখের বর্তমানে। 

48

স্বশরীরে শাহরুখের উপস্থিতি নয়, তবে পর্দায় তাঁকে দেখেই ঘনিষ্ঠতায় মজেছিলেন সেলেব দম্পতি।

 

58

যথেষ্ট বয়স কম তখন তাঁদের। শাহরুখের ছবি দেখতে যেতেন ফাঁকা থিয়েটারে। সেখানেই ঘনিষ্ঠতায় মজতেন তাঁরা।

68

তাহিরা নিজের বই 'ট্যুয়েল্ভ অ্যামেন্ডমেন্টস অফ বিং আ উম্যান'-এ এ কথা জানিয়েছেন। 

78

বইটি ইতিমধ্যে পড়েও ফেলেছেন কিং খান। প্রতিক্রিয়া স্বরূপ তাহিরা লিখেছেন, "লজ্জিতবোধ করব না আনন্দিত হবো বুঝতে পারছি না।"

88

"এখন বুঝতে পারছি, তোমরা আমার সঙ্গে দেখা হলেই কেন এমন অদ্ভুতভাবে হাসতে থাকো।" 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories