তাহিরা জানান, সেক্স শুধু ভালো না দুর্দান্ত। যৌনমিলনকে এক্সারসাইজ হিসেবে কত নম্বর দেন তাহিরা? এর উত্তর দিতেও মোটেই দেরি করেননি অভিনেত্রী। তিনি জানান, আমাদের ক্ষেত্রে তো সেক্সের সঙ্গে ক্যালোরি জড়িয়ে রয়েছে। কারণ উদ্দাম সেক্স করলে অনেক বেশি ক্যালোরি খরচ হয়।