এই পোশাক নিয়ে হাজারো বিতর্কের মধ্যে উরফি জানিয়েছেন, তিনি এই পোশাক নিজেই ডিজাইন করেছেন। উরফি বলেন, আমি তো আগেই বলেছিলাম আমার ইচ্ছা হলে আমি তাওয়াতে সেঁকে আমার ড্রেস বানাব। এটা শুধুমাত্র একটা প্লাস্টিক। যার সাইড গুলো আমি পুড়িয়ে নিয়েছি।সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে নারাজ উরফি জাভেদ। গরম পড়তেই নিজের মতো করে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুলছেন উরফি জাভেদ।