সুডৌল স্তন ঢাকতে এ কী করলেন উরফি, ফিতেটা খুললেই তো সব শেষ, ব্যাকলেসে সুপার ভাইরাল

Published : May 01, 2022, 08:56 AM ISTUpdated : May 01, 2022, 04:49 PM IST

সবকিছুর একটা লিমিট থাকে। এবার যেন একটু বেশিই  বাড়াবাড়ি করে ফেললেন উরফি জাভেদ। যদিও শিরোনামে থাকার জন্যই যে নিয়মিত এগুলো করে চলেছেন তা আর বুঝতে কারোরই  বাকি নেই। চর্চায় থাকার জন্য ঠিক যতটা নীচে নামতে হয়, তিনি ততটাই করতে রাজি। নেটদুনিয়ায় সর্বদাই হটকে ফ্যাশন ট্রেন্ডে নাম রয়েছে উরফির। জামা-কাপড়ে ছুরি-কাঁচি চালাতে সিদ্ধহস্ত উরফি এবার যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে। গোলাপি রঙের এক টুকরো প্লাস্টিক দিয়েই নিজের সুডৌল স্তন মুড়ে নিয়েছেন। পিঠে দড়ি বাঁধা, সঙ্গে সাদা জিন্স। ব্যাকলেসে নিমেষে আগুন জ্বালিয়েছেন উরফি জাভেদ। একের পর এক ছবিতে হট পোজ দিয়েছেন উরফি জাভেদ। ঝড়ের গতিতে প্রতিটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

PREV
19
সুডৌল স্তন ঢাকতে এ কী করলেন উরফি, ফিতেটা খুললেই তো সব শেষ, ব্যাকলেসে সুপার ভাইরাল

উরফি জাভেদের সঙ্গে বিতর্ক কীভাবে জড়িয়ে পড়ে তা আর বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক।

29


এমন একটা কোনও দিন নেই যেদিন  পোশাকের জন্য শিরোনামে আসবেন না উরফি জাভেদ। তার সাজ-পোশাকই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।  ফ্যাশন সেন্স নিয়ে এত রকম এক্সপেরিমেন্ট মনে হয় কোনও ফ্যাশন ডিজাইনারও করেন না। 

39

 ফ্যাশন নিয়ে আপনার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। 
 

49

সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে নারাজ উরফি জাভেদ। গরম পড়তেই নিজের মতো করে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুলছেন উরফি জাভেদ।  চর্চায় থাকার জন্য ঠিক যতটা নীচে নামতে হয়, তিনি ততটাই করতে রাজি। 

59

নেটদুনিয়ায় সর্বদাই হটকে ফ্যাশন ট্রেন্ডে নাম রয়েছে উরফির। জামা-কাপড়ে ছুরি-কাঁচি চালাতে সিদ্ধহস্ত উরফি এবার যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে।  এমন পোশাক পরে হাজির হয়েছেন যা দেখেই মাথা ঘুরে গেছে আমজনতার।

69


গোলাপি রঙের এক টুকরো প্লাস্টিক দিয়েই নিজের সুডৌল স্তন মুড়ে নিয়েছেন। পিঠে দড়ি বাঁধা, সঙ্গে সাদা জিন্স। ব্যাকলেসে নিমেষে আগুন জ্বালিয়েছেন উরফি জাভেদ। একের পর এক ছবিতে হট পোজ দিয়েছেন উরফি জাভেদ। ঝড়ের গতিতে প্রতিটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

79

উরফির এই পোশাক দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ। কারণে গোলাপি রঙের এই ডিজাইন করা টপ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বুকের কাছে এটা কী বেঁধেছেন তা নিয়েই চলছে চর্চা।
 

89

নেটিজেনদের একজন কমেন্টে বলেছেন, প্লাস্টিকের বালিশ এটা। কেউ আবার বলছেন, বাচ্চাদের সাঁতার কাটার ফ্লোটার্স নাকি এটা। কেউ আবার বলছেন, কুশন পরেই রাস্তায় বেরিয়ে পড়েছেন উরফি।

99

এই পোশাক নিয়ে হাজারো বিতর্কের মধ্যে উরফি জানিয়েছেন, তিনি এই পোশাক নিজেই ডিজাইন করেছেন। উরফি বলেন,  আমি তো আগেই বলেছিলাম আমার ইচ্ছা হলে আমি তাওয়াতে সেঁকে আমার ড্রেস বানাব। এটা শুধুমাত্র একটা প্লাস্টিক। যার সাইড গুলো আমি পুড়িয়ে নিয়েছি।সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে নারাজ উরফি জাভেদ। গরম পড়তেই নিজের মতো করে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুলছেন উরফি জাভেদ। 


 

click me!

Recommended Stories