'সেভেন সাইনস অফ বিইং আ মাদার'-বইতে সেক্স লাইফ, হানিমুন ডায়েরি নিয়ে বোমা ফাটিয়েছেন তাহিরা। তিনমাসের ছেলেকে বাড়িতে রেখেই হানিমুনে যান তাহিরা। সেই সময় বুকের দুধে বারবার ভিজে যাচ্ছিল তাহিরার সেক্সি অন্তর্বাস, যা বারবার পাম্প করে ফেলেও দিয়েছিলেন তাহিরা। একবার নাকি সেই বুকের দুধও পান করেছিলেন আয়ুষ্মান খুরানা।