নিশা আরও জানিয়েছেন, বাইপোলার ডিসঅর্ডার জিনগত সমস্যার জেরেও হয়। এবং এই রোগের কথা স্বীকার করতেই নানা প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। তিনি যে সাইকো নন, তা নাকি সকলেই জানেন। করাণ ওয়েব কনটেন্ট তৈরি, এবং ভিডিও বানান নিশা। সুতরাং তার যে নিজেকে প্রমাণ দেওয়ার কিছু নেই, তাও জানিয়েছেন নিশা। নিশার আরও দাবি, ২০১৪ সালে গর্ভপাত হয়েছিল তার। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পাশে পাননি করণকে। এবং সন্তানকে হারানোর পর থেকেই মারাত্মক ট্রমায় চলে গেছেন অভিনেত্রী।