বাথরুমে পাকা পেঁপে থেকে খোলা আকাশের নিচে স্নান, রইল তারকাদের বদ অভ্যাসের তালিকা

কখনও ভুল, কখনও তা বদ অভ্যাস, তারকারাও বাদ পড়েন না সেই তালিকা থেকে। টেনশনে কারুর নখ খাওয়া, কেউ আবার পা দোলান সোমানে, কোন তারকার কী অভ্যাস একবার দেখে নেওয়া যাক।

Jayita Chandra | Published : Mar 29, 2020 5:30 AM IST
111
বাথরুমে পাকা পেঁপে থেকে খোলা আকাশের নিচে স্নান, রইল তারকাদের বদ অভ্যাসের তালিকা
করিনা কাপুরঃ করিনা কাপুর যখনই চিন্তা করেন, বা আনমনে থাকেন তখনই তিনি নখ খান। যার ফলে তাঁর হাতের নখ সবসময়ই ছোট থাকে।
211
জন আব্রাহমঃ বসে থাকলেই অভিনেতার অভ্যাস পা দোলানো। যার ফলে একাধিক শ্যুটিং-এও সমস্যায় পড়তে হয় তাঁকে।
311
বিদ্যা বালানঃ মোবাইল ব্যবহার না করাটা একজন সেলিব্রিটির জন্য খুবই সমস্যা দায়ক। কিন্তু এই অভ্যাস এখনও গড়ে তুলতে পাড়লেন না বিদ্যা।
411
অমিতাভ বচ্চনঃ অমিতাভ বচ্চনের এই রহস্য অনেকেরই জানা। দুটো ঘড়ি পরেন, য়খন ছেলে বা মেয়ে বাড়ির বাইরে যান।
511
প্রিয়ঙ্কা চোপড়াঃ জিনিস পত্র অতিরিক্ত গোছানো অভ্যাস। ফলে তিনি যেখানেই যান সেখানেই গোছাতে শুরু করেন।
611
শাহরুখ খানঃ একেই বলে বাই, জিন্সই কেবল পড়েন কিং খান, তাই একটা সময় ১৫০০ জিন্স মজুত থাকে তাঁর আলমারিতে।
711
রানি মুখোপাধ্যায়ঃ অভিনেত্রী অতিরিক্ত ধূমপান করে থাকে। যা প্রকৃতই বদঅভ্যাস। একাধিকবার ফ্রেমবন্দিও হয়েছেন তিনি।
811
সুস্মিতা সেনঃ খোলা টেরেসে স্নান করতে পছন্দ করেন তিনি। ফলে অনত্র গিয়ে তাঁর খুব সমস্যা হয়।
911
জিতেন্দ্রঃ বাথরুমে গিয়ে পেঁপে খাওয়া অভ্যাস, তাই পাকা পেঁপে সবসময় তিনি সঙ্গেই রাখেন।
1011
সইফ আলি খানঃ বাথরুমে বেশি সময় কাটান, তাই বই থেকে ফোন, সবই থাকে সেখানে। সইফের বাথরুম একটা ছোট লিভিং রুমের সমান।
1111
আয়ুষ্মান খুরানাঃ বার বার দাঁত মাজা অভ্যাস আয়ুষ্মানের তাই তিনি কিট সঙ্গে নিয়েই ঘোরেন সারাক্ষণ।
Share this Photo Gallery
click me!

Latest Videos