Published : Apr 12, 2022, 12:07 PM ISTUpdated : Apr 12, 2022, 12:40 PM IST
একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। সেই সম্পর্কও টেকেনি। লিভ-ইন থেকে শারীরিক সম্পর্কের পর ২০০৮ সালে ব্রেক আপ নিয়ে চর্চা তুঙ্গে। ক্যাটের জন্যই যে দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা নিয়ে জল্পনা আজও অব্যাহত। সূত্রের খবর, ৪৫০ জন অতিথি উপস্থিত থাকছেন রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল রণবীরের রিসেপশনের অতিথি তালিকায় নাকি নাম রয়েছে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের। এবার প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনকয়েক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা পাড়ুকোন। তবে কি এখনও পুরোনো প্রেমিককে ভুলতে পারছেন না দীপিকা, অভিনেত্রীর শহর ছাড়ায় এই প্রশ্নই উঠছে ভক্তদের মনে।
আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে কৌতুহল যেন তুঙ্গে। গত একবছর ধরেই বিয়ের তারিখ একের পর এক বদলে যাচ্ছে। এবারও বিয়ের ডেট সামনে আসলেও তা নিয়ে রদবদল লেগেই রয়েছে। শোনা গিয়েছিল, ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। এবং ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া জুটি।
210
১৩-১৪-১৭ এপ্রিল নিয়ে জল্পনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে এই তিনদিনের কোনওটাতেই বসছে না রালিয়া জুটির বিয়ের আসর। সূত্র বলছে বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে।
310
এবার শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট।
410
সূত্রের খবর, ৪৫০ জন অতিথি উপস্থিত থাকছেন রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল রণবীরের রিসেপশনের অতিথি তালিকায় নাকি নাম রয়েছে ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের। তারা কি আদৌ আসবে রণবীরের রিসেপশনে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
510
একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। সেই সম্পর্কও টেকেনি। লিভ-ইন থেকে শারীরিক সম্পর্কের পর ২০০৮ সালে ব্রেক আপ নিয়ে চর্চা তুঙ্গে। ক্যাটের জন্যই যে দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা নিয়ে জল্পনা আজও অব্যাহত
610
এবার প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনকয়েক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা পাড়ুকোন। তবে কি এখনও পুরোনো প্রেমিককে ভুলতে পারছেন না দীপিকা, অভিনেত্রীর শহর ছাড়ায় এই প্রশ্নই উঠছে ভক্তদের মনে।
710
গত সোমবার সন্ধ্যাতেই মুম্বই বিমানবন্দরে দেখা গেছে দীপিকাকে। সবুজ রঙের পোশাক পরে হাসিমুখে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাতও নেড়েছেন দীপিকা। কিন্তু আচমকা কেন শহর ছাড়লেন বলিউডের দীপ্পি, তা নিয়ে কৌতুহল যেন ক্রমশ বাড়ছে।
810
প্রাক্তন প্রেমিকের বিয়ের কয়েকদিন আগে দীপিকার এই শহর ছাড়ার বিষয়টি মোটেই ভালভাবে নেননি নেটিজেনরা। অনেকেই মনে করছেন কোনওভাবে কি পুরোনো প্রেমিকের জন্য মন খারাপ হচ্ছে দীপিকার নাকি চোখের সামনে দীর্ঘদিনের প্রেমিককে অন্যের হতে দেখতে পারবেন না দীপিকা? এমন প্রশ্নই আনাচে-কানাচে শোনা যাচ্ছে।
910
অভিনেত্রী কোথায় গেলেন, তা যেমন জানা যায়নি, তেমনই শহরই বা কেন ছাড়লেন তাও জানা যায়নি। আসলে ভক্তদের ধারণা গোটা মুম্বইয়ে এখন রণবীরের বিয়ে নিয়ে যেভাবে মাতামাতি হচ্ছে, তাতে মোটেই মন টিকছে না দীপিকার, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনকয়েক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা পাড়ুকোন। তবে কি এখনও পুরোনো প্রেমিককে ভুলতে পারছেন না দীপিকা, অভিনেত্রীর শহর ছাড়ায় এই প্রশ্নই উঠছে ভক্তদের মনে।
1010
প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনকয়েক আগেই মুম্বই ছাড়লেন দীপিকা পাড়ুকোন। তবে কি এখনও পুরোনো প্রেমিককে ভুলতে পারছেন না দীপিকা, অভিনেত্রীর শহর ছাড়ায় এই প্রশ্নই উঠছে ভক্তদের মনে। অন্যদিকে দীপিকা ও রণবীর দুজনেই এখন ভাল বন্ধু।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।