Mouni Roy : কাউন্টডাউন শুরু, বিয়ের আগে উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় আগুন জ্বালালেন মৌনি

বলিউডে বিয়ের মরশুম। একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। সেই তালিকায় রয়েছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। শীঘ্রই ছাদনাতলায় বসতে চলেছেন মৌনি রায়। দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির। এবার বিয়ের আগে বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নাগিন অভিনেত্রী মৌনি রায়।
 

Riya Das | Published : Dec 14, 2021 4:51 AM IST
19
Mouni Roy :  কাউন্টডাউন শুরু, বিয়ের আগে উন্মুক্ত  বক্ষ-বিভাজিকায় আগুন জ্বালালেন মৌনি

কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি।  মৌনি রায় (Mouni Roy) মানেই উষ্ণতার হাতছানি।  যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।

29

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মৌনি ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত।  ফ্যানবেস কীভাবে ধরে রাখতে হয় তাতেও বেশ পটু মৌনি  (Mouni Roy)। কিছু না কিছু করে দর্শকদের নজরে রয়েছেন মৌনি রায়। ফের সুপারহট অবতারে মৌনিকে দেখে ঘুম উড়েছে ভক্তদের।
 

39


বলিউডে বিয়ের মরশুম চলছে। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাঙালি কন্যা তথা বলি সেক্সিয়েস্ট মৌনি রায়। শীঘ্রই ছাদনাতলায় বসছেন মৌনি রায়  (Mouni Roy)। দুবাইয়ের বিখ্যাত উদ্যোগপতি সূরজ নাম্বিয়ারের সঙ্গেই চারহাত একহাত হতে চলেছে মৌনির। এবার বিয়ের আগে বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নাগিন অভিনেত্রী মৌনি রায়।

49


ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের কাউন্টডাউন। তার আগে চাবুক ফিগার গা গরম করা ফটোশ্যুটে রীতিমতো আগুন জ্বালিয়েছেন মৌনি রায়  (Mouni Roy)। প্রায়শই নিত্যনতুন ফোটোশ্যুটে ঝড় তোলেন মৌনি, এবারও তার কোনও অন্যথা হল না।

59


জলের মাঝখানে বিকিনিতে উষ্ণতা বাড়ালেন মৌনি রায়  (Mouni Roy)। প্রতিটি ছবিতেই যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। সেক্সি মারকাটারি চাবুক ফিগারে মৌনিকে দেখে কালঘাম ছুটছে অনুরাগীদের। প্রতিটি ছবিই হট ভাইরাল ।
 

69

 

গর্জিয়াস লুক, মারকাটারি চাবুক ফিগার, বোল্ড অবতারে আগুন জ্বালিয়েছেন বলি অভিনেত্রী মৌনি রায়  (Mouni Roy)। তাপমাত্রার পারদ কমতেই যেন চড়চড়িয়ে বেড়েছে উষ্ণতার পারদ। শীতের শুরুতেই মৌনির হট মুভসে কাঁপছে সাইবারবাসী। 

79

 
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জানুয়ারি মাসেই   দুবাই কিংবা ইতালিতে বসবে মৌনি রায়ের (Mouni Roy) বিয়ের আসর। মৌনির মা এবং ভাই নাম্বিয়ার পরিবারের সঙ্গে নাকি পাকা কথাও সেরে ফেলেছেন। মন্দিরার দেওয়া পার্টিতেই নাকি মৌনির সঙ্গে আলাপ হয়েছিল সূরজের। এখন চারহাত এক হওয়ার অপেক্ষায় রয়েছে ভক্তরা ।
 

89

দুবাই কিংবা ইতালিতে বিয়ের আসর বসলেও কোচবিহারের মেয়ে মৌনি  (Mouni Roy) নিজের শহরেও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। মৌনির তুতো ভাই সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ার সঙ্গে ২০২২ সালের জানুয়ারি মাসে বিয়ে করবেন নাগিন অভিনেত্রী।

99

সূত্র থেকে জানা গেছে ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায়। সমস্ত রীতি নিয়ম মেনেই সাতপাকে বাঁধা পড়বেন মৌনি রায় (Mouni Roy)। নিজের প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট মৌনি । তবে কিছুদিন আগে  সূরজের পরিবারের সঙ্গে ছবি দিয়ে নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos