আর সে ভিকি কৌশলই আজ বলিউডে রাজ করছেন। ক্যাটকে ধুম ধামে বিয়ে করে ঝড় তুললেন সর্বত্র, মাত্র কয়েক বছরেই সকলের নজর কেড়ে তিনি এখন সিনে স্টার ঝড়ের গতীতে ভাইরাল, নিত্য খবরের হেডলাইনে এখন তাঁর স্থান। হাতে একের পর এক ছবি, তবে বর্তমানে বিয়েপর্ব নিয়ে ব্যস্ত ভিকি।