Published : Aug 26, 2020, 08:40 AM ISTUpdated : Aug 26, 2020, 09:06 AM IST
অনেক হয়েছে আর না। সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে দেশাবাসী। মাস দুয়েক মুখ বুঝে সব সহ্য করলেও এবার প্রতিবাদ করতেই হবে। ঠিক এমনটাই ভেবে আইনি পদক্ষেপ নিতে চলেছে বলিউডের ভাট পরিবার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা অভিযোগের বানে বিদ্ধ মহেশ। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে অবৈধ সম্পর্কে, সুশান্তকে মানসিক ও শারীরিক অত্যাচার করার জন্য রিয়াকে ইন্ধন জোগান, সুশান্তকে ছবি থেকে বাদ দেওয়া, এমনকি সুশান্তের মানসিক অবসাদের মিথ্যে অজুহাত। এই সমস্ত অভিযোগের আঙুল উঠেছে মহেশ ভাটের দিকে।