সহ্যের সীমা ছাড়াচ্ছে, বাবাকে আর অপমান নয়, আইনি পদক্ষেপ ভাট কন্যাদের

Published : Aug 26, 2020, 08:40 AM ISTUpdated : Aug 26, 2020, 09:06 AM IST

অনেক হয়েছে আর না। সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে দেশাবাসী। মাস দুয়েক মুখ বুঝে সব সহ্য করলেও এবার প্রতিবাদ করতেই হবে। ঠিক এমনটাই ভেবে আইনি পদক্ষেপ নিতে চলেছে বলিউডের ভাট পরিবার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নানা অভিযোগের বানে বিদ্ধ মহেশ। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে অবৈধ সম্পর্কে, সুশান্তকে মানসিক ও শারীরিক অত্যাচার করার জন্য রিয়াকে ইন্ধন জোগান, সুশান্তকে ছবি থেকে বাদ দেওয়া, এমনকি সুশান্তের মানসিক অবসাদের মিথ্যে অজুহাত। এই সমস্ত অভিযোগের আঙুল উঠেছে মহেশ ভাটের দিকে। 

PREV
110
সহ্যের সীমা ছাড়াচ্ছে, বাবাকে আর অপমান নয়, আইনি পদক্ষেপ ভাট কন্যাদের

বাবার জন্য এতদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চালিয়েছিলেন পূজা ভাট। আলিয়া অবশ্য কোনও মন্তব্য করেননি এতে। 

210

বরং সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছিলেন বিরতি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ না চালিয়ে সরাসরি আইনি পদক্ষেপ নেবেন তাঁরা।

310

তাঁদের কথায়, প্রমাণ ছাড়াই মহেশ ভাটকে যে কেবল দোষী সাব্যস্ত করা হয়েছে তাই নয়, তাঁর চরিত্র নিয়েও কুমন্তব্য চলছে চারিদিকে।

410

যার জেরে এবার আর কোনও অভিযোগের আঙুল বাবার গায়ে উঠতে দেবে না ভাট-কন্যারা। নেবেন আইনি পদক্ষেপ। 

510

আলিয়া এবং পূজা একসঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছেন। আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও গতি নেই। 

610

অন্যদিকে সোনি রাজদানও সোশ্যাল মিডিয়ায় স্বামীর জন্য আওয়াজ তুলেছিলেন। প্রতিবাদীদের জোর ঝাপটায় হেরে গিয়েছেন তিনিও। 

710

সুশান্তকে 'সড়ক টু' ছবিতে কাস্ট করা নিয়ে ইডি-র কাছে মহেশ জানিয়েছিলেন রিয়া মারফত সুশান্তের সঙ্গে তাঁর মাত্র দু'বার দেখা হয়। 

810

এই দু'বার দেখায় সুশান্তকে কোনও ছবিতে নেওয়ার কথা ভাবেননি তিনি। এদিকে ভাই মুকেশ ভাটের ভিন্ন বক্তব্য। 

910

সুশান্তের মৃত্যুর ঠিক একদিন পরই মুকেশ জানান, সুশান্তকে সড়ক টু ছবিতে কাস্ট করার জন্য মহেশ এবং আলিয়াই প্রস্তাবটি তোলে।

1010

পরবর্তীকালে ভাট ক্যাম্পের প্রযোজনা সংস্থা এবং সুশান্তের ডেট ম্যাচ না হওয়ায় সড়ক টু ছবি থেকে সরে যান সুশান্ত।    

click me!

Recommended Stories