গায়ে জড়ানো তোয়ালে, হটনেসের নয়া উদাহরণ দিয়ে ইন্টারনেট সেনসেশন বলিউড নায়িকা

Published : Aug 25, 2020, 08:11 PM IST

মান্দানা কারিমি বলিউডে তেমন কোনও ছবিতে অভিনয় না করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিগ বস রিয়ালিটি শো-র মাধ্যমে। তিনি সেই বিরল বিগ বস প্রতিযোগীদের মধ্যে পড়েন যিনি নিজের বুদ্ধির জোরে ফাইনালিস্টদের তালিকায় উঠেছিলেন। এবার অবশ্য জনপ্রিয়তার শীর্ষে উঠলেন নিজের ইনস্টাগ্রাম পোস্টের জেরে। একের পর এক হট অবতারে ছবি পোস্ট করেন মান্দানা। যা দেখে ঘাম ঝড়ার জোগাড় পুরুষদের। 

PREV
18
গায়ে জড়ানো তোয়ালে, হটনেসের নয়া উদাহরণ দিয়ে ইন্টারনেট সেনসেশন বলিউড নায়িকা

গায়ে কেবল একটা তোয়ালে মাত্র। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছেন তিনি। 

28

'ক্যয়া কুল হ্যয় হাম' ছবির নায়িকার এমন অবতার আগে কখনও দেখা যায়নি। 

38

এমনকি বিগ বস-এও তাঁকে অধিকাংশ দিন মেকআপ ছাড়া ডিগ্ল্যাম লুকে দেখা যেত। 

48

মান্দানা অবশ্য মেকআপ ছাড়াই বেশি সুন্দর। এমনটাই মনে করে তাঁর ভক্তরা। 

58

তাঁকে এমন নয়া রূপে, কেবল তোয়ালে জড়াতে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। 

68

আংশিক নগ্নতা নিয়েই এখন ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন মান্দানা। 
 

78

তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে চোখ ধাঁধিয়ে যায় নেটিজেনদের। এমন ধরণের একাধিক ছবি আপলোড করেন তিনি।

88

সম্প্রতি স্নানের পর কেবল মাত্র তোয়ালে ঘাড়ের কাছে ফেলে ছবি তুলেছেন মান্দানা। তাতে তাঁর নগ্নতা কম এবং ফিটনেসই বেশি নজরে পড়েছে ভক্তদের। 

click me!

Recommended Stories