বেহায়াপনা, শরীর দেখিয়ে রাতারাতি দর বেড়ে গেছে উরফির। পাপারাৎজিরাও যেন মুখিয়ে থাকেন তাকে ঘিরে। তবে জানেন কি, এক একটা এপিসোড পিছু কত টাকা পারিশ্রমিক হাঁকান উঠতি তারকা (Urfi Javed) । 'বেপনহা', 'জিজি মা'-সিরিয়ালে অভিনয় করা উরফি নাকি এপিসোড পিছু ২৫ থেকে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক নেন। যা একজন উঠতি তারকা হিসেবে অনেকটাই বেশি।