নায়িকা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর ছবি শেয়ার করেছেন। নিক-প্রিয়ঙ্কার এই পারফেক্ট গেম ডে মন ভালো করে দিয়েছে এই জুটির ভক্তদের। প্রিয়াঙ্কা ফটো শেয়ারের সঙ্গে ক্যাপশনে লিখেছেন, আগুণের ইমোজি দিয়ে লিখেছেন, নিকের সঙ্গে রবিবাররের পারফেক্ট গেম ডে বেশ ভালই এনজয় হয়েছে।