মধুর-প্রীতিঃ সবে মাত্র বলিউডে নিজের জায়গা করার চেষ্টা করছিলেন প্রীতি জৈন। এমনই সময় উঠে আসে তাঁক ধর্ষণের চেষ্টা করেছেন পরিচালক মধুর ভান্ডরকর। প্রীতির মতে ১৬ বার তাঁকে ধর্ষণ করা হয়েছিল। পরবর্তীতে প্রীতি এক কন্ট্রাক কিলারকে টাকা দেন মধুরকে মারার জন্য, তখনই গ্রেফতার করা হয় প্রীতিকে।