১৪ জুন রবিবার দুপুরে সকলকে চমকে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। রেখে যাননি কোনও সুইসাইড নোট। তাই সুশান্তের মৃত্যুর মুহূর্ত থেকেই শুরু হয়, ঠিক কেন মৃত্যু ঘটেছে অভিনেতার তা ক্ষতিয়ে দেখার। এবার দেড় মাস পর এবার সেই মৃত্যু তদন্তেই মোড় ঘোরালেন প্রয়াত অভিনেতার বাবা, তড়িঘড়ি বিহার পুলিশ হানা দিল মুম্বইয়ে।