Published : Aug 20, 2020, 08:18 AM ISTUpdated : Aug 20, 2020, 08:26 AM IST
বিপাশা বসু বি-টাউনের হট অভিনেত্রীর তালিকায় অন্যতম। এক সময়ে বিপাশার হট অবতারে রাতের ঘুম উড়েছিল হাজারো পুরুষের। ঘনিষ্ঠ দৃশ্যে আগুন জ্বালিয়েছিল বলিউডের সেক্স বম্ব। অভিনেতা করণ সিং গ্রেভারের সঙ্গে 'অ্যালোন' ছবিতে তাদের ঘনিষ্ঠ অন্তরঙ্গতা মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তারপর থেকেই করণের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। বর্তমানে ৪ বছর ধরে দিব্যিই আছেন এই হট কাপল। বলিউডের অন্যতম প্রিয় দম্পত্তির তকমাও রয়েছে তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। খুব শীঘ্রই মা হওয়ার পরিকল্পনা রয়েছে বিপাশার। নতুন সন্ধানের খোঁজেই আপাতত মগ্ন বলিউডের এই 'হট কাপল'।
নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কন্যার নতুন খবরেই ঘুম উড়েছে নেটিজেনদের।
213
হট অ্যান্ড সেক্সি বিপাশা জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক থেকে লিভ-ইন সবেতেই লাইমলাইটে ছিলেন।
313
লকডাউনে অভিনেতা-অভিনেত্রীদের পুরোনা ছবি, ভিডিও মারাত্মক ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে পুরোনো নয়, সম্প্রতি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন বিপাশা বসু। তারপর থেকেই সরগরম পোজ থ্রি-র পাতা।