নির্লজ্জ বিপাশা, ক্যামেরা অন রেখেই ঠোঁট ঠাঁসা চুমুতে চরম আদর করণকে, অন্তরঙ্গতায় মজে 'বং বিউটি'

চলচ্চিত্র থেকে বেশ কিছুদিন দূরে রয়েছেন  'বং বিউটি'বিপাশা বসু। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কীভাবে লাইমলাইটে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত নায়িকা। ভালাবাসার রঙিন হোলিতে স্বামী করণ সিং গ্রোভারকে চুমুতে ভরিয়ে দিলেন নায়িকা।  অভিনেত্রীর আদুরে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Riya Das | Published : Mar 30, 2021 3:10 AM IST / Updated: Mar 30 2021, 08:43 AM IST
19
নির্লজ্জ বিপাশা, ক্যামেরা অন রেখেই ঠোঁট ঠাঁসা চুমুতে চরম আদর করণকে, অন্তরঙ্গতায় মজে 'বং বিউটি'

 করোনার আবহে এবছর রঙের উৎসব ফিকে হলেও দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হচ্ছে  এই উৎসব। হোলি উৎসব থেকে ব্রাত্য নন নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা বসু।
 

29

 করোনার আবহে এবছর রঙের উৎসব ফিকে হলেও দুইদিন ব্যাপী মহাসমারোহে পালিত হচ্ছে  এই উৎসব। হোলি উৎসব থেকে ব্রাত্য নন নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা বসু।

39

ভালাবাসার রঙিন হোলিতে স্বামী করণ সিং গ্রোভারকে চুমুতে ভরিয়ে দিলেন নায়িকা।  অভিনেত্রীর আদুরে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

49


রঙ মাখাতে মাখাতে করণকে চুমুতে ভরিয়ে দেন বিপাশা। ভিডিও দেখেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বিপাশা।

59

 

নেটিজেনরা অনেকেই বলেছেন, লাজ লজ্জা কিছুই নেই। প্রকাশ্যেই ক্যামেরার সামনে চুমু না খেলে হয় না।

69


যদিও নেটিজেনদের কটাক্ষের কোনও জবাব দেননি অভিনেত্রী। কারণ রঙিন ভালবাসার নেশায় একে অপরের সঙ্গে মজে ছিলেন করণ-বিপাশা।

79

অভিনেতা করণ সিং গ্রেভারের সঙ্গে 'অ্যালোন' ছবিতে তাদের ঘনিষ্ঠ অন্তরঙ্গতা মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তারপর থেকেই করণের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা।

89

 বর্তমানে ৪ বছর ধরে দিব্যিই আছেন এই বলিউডের এই 'হট কাপল'। বলিউডের অন্যতম প্রিয় দম্পত্তির তকমাও রয়েছে তাদের। 

99


বর্তমানে একটি ওয়েব-সিরিজে কাজ করছেন করণ-বিপাশা।

Share this Photo Gallery
click me!

Latest Videos