মলদ্বীপে ঠোঁটে-ঠোঁট বিপাশা-করণের, ড্রিমট্রিপে বরের জন্মদিন পালন অভিনেত্রীর

Published : Feb 24, 2020, 05:39 PM ISTUpdated : Feb 24, 2020, 05:40 PM IST

তুমিই আমার জীবনের সব- রবিবার করণ গ্রোভারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ শুভেচ্ছাবার্তা বিপাশা বসুর। বরের জন্মদিন পালন করলেন বিপাশা এবার খানিক স্পেশালভাবে। দুজনেই পাড়ি দিলেন মলদ্বীপ। সেখান থেকেই শেয়ার করলেন একাধিক ছবি।

PREV
110
মলদ্বীপে ঠোঁটে-ঠোঁট বিপাশা-করণের, ড্রিমট্রিপে বরের জন্মদিন পালন অভিনেত্রীর
জন্মদিনের কয়েকদিন আগেই খানিক ছুটি নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন বিপাশা বসু ও করণ গ্রোভার।
210
বরের জন্মদিন এবার বিশেষ করে তুলতেই একান্তে মলদ্বীপে সময় কাটালেন এই জুটি। সেখান থেকেই ঘনিষ্ট হয়ে একাধিক ছবি শেয়ার করলেন।
310
ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার ছাপ রেখে গেলেন তাঁরা এই বিশেষ দিনে। সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করলেন বিপাশা বসু।
410
মলদ্বীপের সুইমিং পুল থেকে শেয়ার করা একাধিক হট ছবি মুহূর্তে নজর কাড়ল ভক্তদের। বরিবার সোশ্যাল মিডিয়ার পাতাও ভরে উঠেছিল শুভেচ্ছাবার্তায়।
510
করণ ও বিপাশার প্রেমকাহিনি সকলেরই প্রায় জানা। ২০১৫ থেকে শুরু তাঁদের প্রেম পর্ব।
610
অ্যালোন ছবির শ্যুটিং সেটে তাঁদের প্রথম আলাপ। সেখান থেকেই শুরু প্রেম।
710
২০১৬ সালে তাঁরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখান থেকেই শুরু পথ চলা। চার বছর ধরে করণের সঙ্গে সংসার করছেন বিপাশা।
810
বিপাশাকে এখন পর্দায় সেভাবে দেখা যায় না। তবে করণ এখন বেশ জনপ্রিয়। ছিবর জগতে না থাকলেও ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি এখন সকলের নজরের কেন্দ্রে।
910
বরের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন বিপাশা। সোশ্যাল মিডিয়ার পাতায় লিখলেন করণই তাঁর সব।
1010
করণের সঙ্গেই তাঁকে শেষ দেখা গিয়েছে ছবিতে। অ্যালন-এর পর আর ছবি করেননি তিনি।
click me!

Recommended Stories