জুতো পালিশ থেকে ইন্ডিয়ান আইডলের বিজয়ী, ট্রফি হাতে স্বপ্নপূরণ সানির

অনেকে আশা, অনেক স্বপ্ন ছিল বাংলার দুই প্রতিভাবান শিল্পীদের নিয়ে । কিন্তু সব আশাকে জিঁইয়ে রেখে শেষ হাসি হেসে সেরার শিরোপার মুকুট উঠল পাঞ্জাবের ভাতিন্ডাবাসী সানির মাথায়। 'ইন্ডিয়ান আইডল ১১'সিজনে প্রথম স্থান অর্জন করে নিলেন সানি হিন্দুস্তানি। দীর্ঘদিনের স্বপ্ন যেন বাস্তবায়িত হল সানির। একদিকে হাতে ইন্ডিয়ান আইডলের ট্রফি, আর অন্যদিকে মায়ের মুখের হাসি যেন সমস্ত কিছুকে ম্লান করে দিয়েছে মুহূর্তের মধ্যে। বিজেতা সানির যাত্রাপথটা  খুব একটা সহজ ছিল না। স্বপ্নপূরণের পিছনে রয়েছে এক বিরাট ইতিহাস। জেনে নিন একনজরে।

Riya Das | Published : Feb 24, 2020 9:20 AM IST
18
জুতো পালিশ থেকে ইন্ডিয়ান আইডলের বিজয়ী,  ট্রফি হাতে স্বপ্নপূরণ সানির
'ইন্ডিয়ান আইডল ১১'-সিজনে প্রথম স্থান অর্জন করে নিলেন সানি হিন্দুস্তানি।
28
ছোট বয়সেই বাবাকে হারান সানি হিন্দুস্তানি। একদিকে দেনার চাপ অন্যদিকে অভাবের সংসারে দিন কাটছিল সানির।
38
রাস্তায় বেলুন বিক্রি করে কোনওরকমে সংসার কাটছিল সানির। অল্প বয়সেই সানির কাঁধে চলে এসেছিল সংসারের দায়িত্ব।
48
জুতো পালিশ দিয়ে কাজ শুরু করেছিল ছোট্ট সানি। তবে গান ছিল তার মনে হৃদয়ে।
58
জুতো পালিশের ফাঁকেই নিজের স্বপ্ন বুনতে থাকে সানি।
68
তারপর হঠাৎই 'ইন্ডিয়ান আইডল ১১' অডিশনে আসে সানি। আর সেখান থেকে 'ইন্ডিয়ান আইডল ১১' -এর আজকের বিজয়ী সানি হিন্দুস্তানি। একেই বলে ভাগ্যের চাকা ঘোরা।
78
মায়ের মুখে চওড়া হাসিতেই সমস্ত স্বপ্নপূরণ জানালেন বিজয়ী সানি।
88
সানির মধ্য দিয়েই নতুন প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখতে শুরু করবেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos