চরিত্র নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট বরাবরই করেছেন বিপাশা। কেরিয়ারের শুরুতেই 'জিসম'-এর মতো ডার্ক শেডের ছবিতে নেগেটিভ চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছিলেন বিপাশা।বোল্ড লুক, যৌন আবেদনময়ী রূপে ধরা দিতে তিনি বরাবরই সাহসী। এমনকী বলিউডের সাহসী দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে এক নম্বর অভিনেত্রী ছিলেন বিপাশা বসু (Bipasha Basu)।