ঠোঁটঠাসা চুম্বনের ঘনিষ্ঠতায় জেগে উঠত 'যৌনতা' , চিনে নিন বলিউডের সিরিয়াল 'Kisser'-কে

Published : Feb 02, 2021, 11:51 AM IST

বলিউডের ছবিতে চুম্বনের দৃশ্য এখন ভীষণই স্বাভাবিক এখটা বিষয়। কিন্তু আশি-নব্বইয়ের দশকে বলিউডের চুম্বনের দৃশ্য নিয়ে আজও বির্তক অব্যাহত। কখনও গাঢ় চুম্বন আবার কখনও বা অন্তরঙ্গ যৌনতায় ডুব দিয়ে রাতারাতি  ফিল্ম ইন্ডাস্ট্রির লাইমলাইটে চলে এসেছিলেন বেশ কিছু তারকারা। বলিউডে সিরিয়াল কিসারের নাম উঠলেও ইমরান হাশমির কথা উঠে আসে। কিন্তু বাস্তবে বলিউডের আসল সিরিয়াল কিসার হলেন আমির খান, যিনি গত ৩০ বছরের মধ্যে ১৪ জন নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে লিপ্ত হয়েছেন।  

PREV
114
ঠোঁটঠাসা চুম্বনের ঘনিষ্ঠতায় জেগে উঠত 'যৌনতা' , চিনে নিন বলিউডের সিরিয়াল 'Kisser'-কে

বলিউডের এমন কিছু আইকনিক চুম্বন দৃশ্য, যা আজও পেজ থ্রি-র শিরোনামে। 'থ্রি-ইডিয়ট' ছবিতে আমির খানের সঙ্গে করিনা কাপুরের চুম্বন দৃশ্য  আজও পেজ থ্রি-র শিরোনামে। চুম্বন করার সময় নাক কীভাবে বাধা হয়ে দাঁড়ায় এবং সেই বাধা না মেনে কীভাবে চুমু খেতে হয় তা দেখিয়েছিলেন আমির।

214

'হোলি' ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আমিরের। সেই ছবিতেও সাবলীল ভাবে লিপলকের দৃশ্যে অভিনয় করেছেন আমির খান।

314

'কেয়ামত সে কেয়ামত তক'- ছবিতে জুহি চাওলার সঙ্গে গাঢ় চুম্বনের দৃশ্যে রীতিমতো ঝড়  তুলেছিলেন আমির খান।

414

সালটা ১৯৯০। সুপারহিট ছবি 'দিল'-এ আমির খান ও মাধুরী  দীক্ষিতের চুম্বন দৃশ্য পর্দায় আগুন ধরিয়েছিল। যদিও এর আগে মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় এতটাই বুদ হয়েছিলেন যে চুমু খেতে খেতে মাধুরীর ঠোঁটই কেটে দিয়েছিলেন।

514


১৯৯২ সালে 'জো জিতা ওহি সিকান্দার' ছবিতে হট মডেল পূজা বেদির সঙ্গে লিপলক করেছিলেন আমির খান।
 

614

সালটা ১৯৯৫। 'আকেলে হাম আকেলে তুম' ছবিতে মনীষা কৈরালার সঙ্গে লিপলক নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে।

714

১৯৯৯ সালে 'বাজি' ছবিতে আমির সেই সময়কার সাহসী অভিনেত্রী মমতা কুলকার্নির সঙ্গে চুম্বনের দৃশ্যে ঝড় তুলেছিলেন।

814

'রাজা হিন্দুস্তানি' ছবিতে আমির খান এবং করিশ্মা কাপুরের লিপলক আজও শিরোনামে। ছবির দৃশ্যের জন্য বৃষ্টিতে ভিজে অনেক সময় ধরে চুম্বন করেছিলেন।

914

'ইশক' ছবিতে জুহি চাওলা ও আমির খানের লিপলক দৃশ্য আলোচিত হয়েছিল। এর আগেও জুহির সঙ্গে লিপলকে নজর কেড়েছিলেন আমির।

1014


'গোলাম' ছবিতে রানি মুখার্জির সঙ্গে রোম্যান্টিক গানে চুম্বনের দৃশ্যে নজর কেড়েছিলেন এই হিট জুটি।
 

1114

'সরফারোশ'  ছবিতে সোনালি বেন্দ্রের সঙ্গ ঘনিষ্ঠ লিপলক করেছিলেন আমির। ছবিটি ব্লকবাস্টারের তকমাও পেয়েছিল।

1214

'মেলা' ছবিতে টুইঙ্কেল খান্নার সঙ্গে আমিরের চুম্বন দৃশ্য আজও শিরোনামে। ছবিটি ফ্লপ হলেও চুম্বনের দৃশ্যে আজও সুপারহিট।

1314

'রং দে বাসন্তি' ছবিতেও বিদেশী অভিনেত্রী এলিস প্যাটনকে চুম্বন করেছিলেন আমির খান। ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ ক্রিস প্যাটনের মেয়ে এলিস প্যাটন।

1414


'ধুম ৩' ছবিতে ক্যাটরিনার সঙ্গেও ঘনিষ্ঠ চুম্বনে মত্ত হয়েছিলেন আমির। এছাড়াও 'পিকে' ছবিতে অনুষ্কার সঙ্গেও চুম্বনের দৃশ্য থাকলেও পরে তা আর হয়নি।

click me!

Recommended Stories