Published : Jun 03, 2021, 08:00 AM ISTUpdated : Jun 03, 2021, 08:10 AM IST
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের উৎসাহ কম নয়। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বয়সে ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে। যদিও এসব কিছুকে পাত্তা না দিয়ে বেশ খোশমেজাজেই রয়েছেন অর্জুন-মালাইকা। এবার মালাইকা নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর। কিছু বলার আগেই সবটা ধরে ফেলেন মালাইকা, কিন্তু কীভাবে,ফাঁস করলেন অর্জুন কাপুর।
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া।বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা। বির্তকে ভরপুর মালাইকা সবসময়েই কিছু না কিছু নিয়ে ট্রোল হতে হয়। যদি এসবে পাত্তা না দিয়ে তিনি দিব্যি খোশমেজাজে রয়েছেন।
210
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের উৎসাহ কম নয়। ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিক কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে।
এবার মালাইকা নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর। কিছু বলার আগেই সবটা নাকি ধরে ফেলেন মালাইকা, কিন্তু কীভাবে,ফাঁস করলেন অর্জুন কাপুর।
510
সাক্ষাৎকারে অর্জুন প্রশ্ন করা হয়েছিল, কে তার মনের কথা সবথেকে বেশি বুঝতে পারে। তখন সটান উত্তরে মালাইকার নাম জানান অর্জুন।
610
অর্জুন জানিয়েছেন, তাকে ভিতর থেকে সবথেকে ভাল বোঝে মালাইকা। এমনকী তার মন খারাপ থাকলে কিংবা কিছু লুকানোর চেষ্টা করলে বা ভাল কিছু হলেও মালাইকা তাড়াতাড়ি সেটা ধরে ফেলেন।
710
দীর্ঘ ৩ বছর ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন মালাইকা-অর্জুন। কোয়ালিটি টাইমের প্রতিটি মুহূর্তের ছবিও অন্তর্জালে ভাইরাল।
810
তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুল্লামখুল্লা না পসন্দ মালাইকার। এবং নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে খুব বেশি কথা বলা তার স্বভাবসিদ্ধ নয়।
910
২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা অফিসিয়ালি ঘোষণা করেছিলেন মালাইকা। নিজেদের অন্তরঙ্গ ছবি শেয়ার করেই জানিয়েছিলেন প্রেমের কথা।
1010
সম্প্রতি মালাইকার প্রতিবেশী হয়েছেন অর্জুব কাপুর। মুম্বইয়ের বান্দ্রায় মালাইকার বাড়ির কাছেই সাগরমুখী ফ্ল্যাট কিনেছেন অর্জুন, যার মূল্য ২৩ কোটি টাকা।