'ফুসফুসের ক্যান্সারকে হারিয়ে শুটিংয়ে ফিরবোই', ভিডিওবার্তায় আত্মবিশ্বাসী মুন্নাভাই

মারণ ভাইরাস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলি অভিনেতা সঞ্জয় দত্ত। স্টেজ ফোর-এ রয়েছে ফুসফুসের ক্যান্সার। সকলেই তার শরীর খারাপের খবরে উদ্বিগ্ন। মারণ রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। কোনও অবস্থাতেই হার মানতে নারাজ তিনি। ক্যান্সারকে হারিয়ে নভেম্বরেই কাজে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম  নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই  অদম্য লড়াইও কাজের প্রতি আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

Riya Das | Published : Oct 15, 2020 9:56 AM IST
19
'ফুসফুসের ক্যান্সারকে হারিয়ে শুটিংয়ে ফিরবোই', ভিডিওবার্তায় আত্মবিশ্বাসী মুন্নাভাই

মারণ রোগের সঙ্গে দীর্ঘদিন ধরে  লড়াই চালিয়ে যাচ্ছেন সঞ্জয় দত্ত। অনেকদিন পরে সালোঁতে ফিরে ভীষণ খুশি মুন্নাভাই।

29


সম্প্রতি নিজের হেয়ার স্টাইলিশ আলিম হাকিম একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই হেয়ার এক্সপার্টের সঙ্গে সকলের পরিচয় করিয়েছেন সঞ্জয় দত্ত। 

39


হাকিমের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তার বাবাও একসময় এই হাকিমের কাছেই চুল কাটতেন। 
 

49

স্টেজ ফোর ফুসফুসের ক্যান্সার তাকে যে একটুও দমাতে পারেনি তা তার ভিডিওতেই স্পষ্ট। কাজের প্রতি তিনি কতটা আত্মবিশ্বাসী তা ফুটে উঠেছে ভিডিওতে।
 

59


খুব শীঘ্রই  পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। সঞ্জয় জানিয়েছেন, মারণ রোগকে জয় করবোই।

69


বিশেষজ্ঞদের মতে, চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে  রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। গত পাঁচ বছরের রিপোর্টে দেখা গেছে, মাত্র ১০ শতাংশ রোগী এই পর্যায়ের ক্যান্সারকে হার মানাতে পেরেছেন। কিন্তু তিনি পুরো উল্টো। শরীরে মারণ রোগ বাসা বাঁধলেও দমে যায়নি সঞ্জয়ের ডেডিকেশন।

79

কেমোথেরাপি মধ্যেও আপকামিং ছবি 'শামসেরা'র শুটিং শুরু করেছিলেন অভিনেতা। বাকি ছিল ৬ দিনের শুটিং। আবার তা শেষ করতেই মাঠে নেমেছিলেন সঞ্জয়।

89


  এর মধ্যেই হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। বর্তমানে ৬ টি ছবি রয়েছে সঞ্জয়ের হাতে।

99

তার মধ্যে বেশ কয়েকটি ছবির কাজ শেষ। আবার কয়েকটির কাজ এখনও বাকি।

Share this Photo Gallery
click me!

Latest Videos