সঙ্গমের চরম মুহূর্তে এইভাবেই নিজেকে কন্ট্রোল করেন শাহিদ, গোপনীয়তা ফাঁস হল নেটদুনিয়ায়

Published : Jul 30, 2021, 07:56 AM ISTUpdated : Jul 30, 2021, 08:06 AM IST

 বি-টাউনের নিজের চেয়ে বয়সে বড় অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে বরাবরই লাইমলাইটের শীর্ষে থেকেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। সম্প্রতি স্ত্রী মীরা রাজপুত এবং সন্তানদের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন তিনি।  সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই শাহিদ।   সম্প্রতি নেহা ধুপিয়ার একটি চ্যাট শো-এ গিয়েছিলেন শাহিদ ও মীরা।  সেখানেই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন এই দম্পতি। সঙ্গম থেকে যৌনজীবন নিয়ে বেশ খুল্লামখুল্লা জবাব দিয়েছিলেন মীরা।  নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা। যা নিয়েই উত্তাল হয়েছে নেটদুনিয়া ।

PREV
110
সঙ্গমের চরম মুহূর্তে এইভাবেই নিজেকে কন্ট্রোল করেন শাহিদ, গোপনীয়তা ফাঁস হল নেটদুনিয়ায়

 বি-টাউনের নিজের চেয়ে বয়সে বড় অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে বরাবরই লাইমলাইটের শীর্ষে থেকেছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। সম্প্রতি স্ত্রী মীরা রাজপুত এবং সন্তানদের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন তিনি।  

210

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।

310

বরাবরই নিজের ব্যক্তিগত জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গ শেয়ার করে লাইমলাইটে থাকেন বলিপাড়ার এই হট দম্পতি। বেশ কিছুদিন আগে মীরা নিজের লাইফস্টাইল সম্বন্ধে মুখ খুলেছিলেন। নিজের পোশাক থেকে স্টাইল স্টেটমেন্ট সবটাই তিনি নিজের পছন্দমতো করেন।

410

নিজের লাইফস্টাইলই শুধু নয়, একটি জনপ্রিয় চ্যাট শো-তে তাদের বিবাহিত জীবনের অনেক গোপন তথ্যই তিনি শেয়ার করেছিলেন।  নেহা ধুপিয়ার একটি চ্যাট শো-এ গিয়েছিলেন শাহিদ ও মীরা।  সেখানেই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন এই দম্পতি। 
 

510

যৌনজীবন থেকে বেডরুমের গোপনীয়তা সব কিছু নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়েছিলেন মীরা। নিজেদের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম সিক্রেট সকলের সামনে তুলে ধরেছিলেন মীরা। 
 

610

মীরা জানিয়েছিলেন, শাহিদ কাপুর প্রচন্ড কন্ট্রোল ফ্রিক। এমনকী বিছানায় কী করতে হব সেটাও শাহিদ জানিয়েছিলেন। প্রকাশ্যে এই কথা শোনার পরই লজ্জায় লাল হয়ে গেছিলেন শাহিদ।

710

২০১৫ সালের ৭ জুলাই  নিজের চেয়ে ১৩ বছরের বড় শাহিদকে বিয়ে করেন মীরা। দেখতে দেখতে ৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন শাহিদ ও মীরা। সুখী দাম্পত্যের উদাহরণ হয়ে উঠেছেন এই তারকা দম্পতি।

810


সদ্য কয়েকদিন আগে ৬ বছরের বিবাহবার্ষিকীকে শাহিদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি তোমাকে কতটা ভালবাসি তা ভাষায় প্রকাশ করে যাবে না, হ্যাপি ৬, আমার জীবন, আমার ভালবাসা।
 

910

শাহিদ ও মীরার প্রেমের গল্প কোনও বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শাহিদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরা রাজপুতের। তখন মীরার বয়স ছিল মাত্র ১৬ বছর। এরপরই ২০১৪ সালে দুই পরিবারই শাহিদ-মীরার দেখা করার  ব্যবস্থা করে দেয়।

1010


মীরার সঙ্গে প্রথম দেখা করতে গিয়ে ১৫ মিনিটের বদলে প্রায় ৭ ঘন্টা গল্প করেছিলেন মীরা ও শাহিদ কাপুর। তারপর ২০১৫ সালের ৭ জুলাই  নিজের চেয়ে ১৩ বছরের বড় শাহিদকে বিয়ে করেন মীরা। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল বিয়ের মূল অনুষ্ঠান। 

click me!

Recommended Stories