এই অভিনেতার জন্যই আজও সিঙ্গেল তাব্বু, জানুন কেন বিয়ে করেননি অভিনেত্রী

বয়স পৌঁছেছে ৫০-এর কোটায়। বলি অভিনেত্রী তাব্বু আজও সিঙ্গল। বলি কেরিয়ারে দীর্ঘদিন থাকার পরও  নিজের মনের মানুষ খুঁজে পাননি অভিনেত্রী। একাধিক ছবিতে তার অভিনয়ে মুগ্ধ দর্শককূল। রিল লাইফে প্রেম এলেও রিয়েল লাইফে আজও বিয়ে করেননি অভিনেত্রী। কিন্তু কেন? বলিউডের এই অভিনেতার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়েছেন অভিনেত্রী, কে সেই সুপারহিট হিরো, জানলে অবাক হবেন।

Riya Das | Published : Nov 5, 2020 5:08 AM IST / Updated: Nov 05 2020, 10:40 AM IST
18
এই অভিনেতার জন্যই আজও সিঙ্গেল তাব্বু, জানুন কেন বিয়ে করেননি অভিনেত্রী

 বলিউডের সেরা দম্পতি ও জুটির  তকমা রয়েছে তাদের। কাজলকে বিয়ে করে চুটিয়ে সংসারও করছেন অজয় দেবগণ। কিন্তু অজয়ের কারণেই আজও সিঙ্গেল তাব্বু।

28

৫০-এ পা দিয়ে নিজের জীবনের পর্দাফাঁস করলেন অভিনেত্রী। নিজের জীবনসঙ্গী আজও না পেয়ে তিনি এখনও সিঙ্গল। তবে এর কারণ খোলসা করলেন অভিনেত্রী নিজে।

38


বিয়ে না করার জন্যই পুরো দোষটাই তিনি অজয়ের ঘাড়ে চাপিয়েছেন। তাব্বু জানিয়েছন, দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চেনেন।

48

ছোটবেলা থেকে সমীর ও অজয় চোখে চোখে রাখত তাব্বুতে। কোনও ছেলে আমার সঙ্গে কথা বলতে এলেই তাদের ধরে মারত।
 

58


তাব্বু জানিয়েছেন, ওরা এতটাই জ্বালাতন করত, যে ওদের ভয়ে কেউ আমার সঙ্গে মিশত পারত না। এবং এই কারণেই অজয়ের জন্য আজও সিঙ্গল আমি।

68

তাব্বু আরও জানিয়েছেন, অজয় একদিন নিজের ভুল বুঝতে পেরে নিশ্চয়ই দুঃখিত হবে।

78


অজয় দেবগণের সঙ্গে তাব্বুকে বিজয়পথ ছবিতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া অন্ধাধুন, মাচিস, বিরাসত, চাঁদনি -র মতো ছবিতে তার উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কেড়েছিল।

 

 

88


কিছুদিন আগেও মীরা নায়ারের আ স্যুটেবল বয় ছবিতে বয়সে ছোট ঈশান খট্টরের সঙ্গে তার রোম্যান্স সকলের নজর কেড়েছিল। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos