Published : Aug 14, 2020, 02:59 PM ISTUpdated : Aug 17, 2020, 08:21 AM IST
একটানা লকডাউনে সকলেই বাড়িতে গৃহবন্দি। আর গৃহবন্দি দশায় সকলেই মন দিয়েছেন বাড়ি সাজাতে। সেই তালিকা থেকে ব্রাত্য নন আলিয়া ভাট। বর্তমানে বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানের সঙ্গে নন, বরং নিজের আলিশান অ্যাপার্টমেন্টে থাকেন আলিয়া। নিজে হাতে স্বপ্নের বাংলো সাজিয়েছেন আলিয়া। অন্দরমহলের প্রতিটি কোণায় কোণায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। দেখে নিন আলিয়ার স্বপ্নের বাংলোর একঝলক।