Published : Aug 14, 2020, 02:59 PM ISTUpdated : Aug 17, 2020, 08:21 AM IST
একটানা লকডাউনে সকলেই বাড়িতে গৃহবন্দি। আর গৃহবন্দি দশায় সকলেই মন দিয়েছেন বাড়ি সাজাতে। সেই তালিকা থেকে ব্রাত্য নন আলিয়া ভাট। বর্তমানে বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানের সঙ্গে নন, বরং নিজের আলিশান অ্যাপার্টমেন্টে থাকেন আলিয়া। নিজে হাতে স্বপ্নের বাংলো সাজিয়েছেন আলিয়া। অন্দরমহলের প্রতিটি কোণায় কোণায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। দেখে নিন আলিয়ার স্বপ্নের বাংলোর একঝলক।
বাংলো একটি কোণায় জুতো রাখারও আলাদা একটি জায়গা করেছেন আলিয়া। সেখানে বিভিন্ন ধরনের জুতো তিনি সাজিয়েও রেখেছেন।
810
আলিয়ার রান্নাঘরেও রয়েছে ছিমছাম থিম। সাদা ও আকাশী রঙের মিক্স অ্যান্ড ম্যাচ করে রান্নাঘরটি সাজানো হয়েছে।
910
ডাইনিং রুমে পুরো ডিফারেন্ট এলিগ্যান্ট লুক রাখা হয়েছে। কাঠের ডাইনিং টেবিল একটা রেট্রো লুক দেওয়া হয়েছে।
1010
আলিয়া নিজের সাজসজ্জার জন্য আলাদা একটি ঘরও বানিয়েছে। যা দারুণ আর্কষণীয়। সারা দেওয়াল জুড়ে ওয়াল হ্যাং এবং বড় তাকের আলমারি এছাড়াও আলংকারির আইটেম রয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।