২৭ বছরেই ১৩ কোটির স্বপ্নের বাংলো, জেনে নিন আলিয়ার চোখধাঁধানো ইন্টিরিয়রের 'হোম সিক্রেট'

Published : Aug 14, 2020, 02:59 PM ISTUpdated : Aug 17, 2020, 08:21 AM IST

একটানা লকডাউনে সকলেই বাড়িতে গৃহবন্দি। আর গৃহবন্দি দশায় সকলেই মন দিয়েছেন বাড়ি সাজাতে। সেই তালিকা থেকে ব্রাত্য নন আলিয়া ভাট। বর্তমানে বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানের সঙ্গে নন, বরং নিজের আলিশান অ্যাপার্টমেন্টে থাকেন আলিয়া। নিজে হাতে স্বপ্নের বাংলো সাজিয়েছেন আলিয়া। অন্দরমহলের প্রতিটি কোণায় কোণায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। দেখে নিন আলিয়ার স্বপ্নের বাংলোর একঝলক।

PREV
110
২৭ বছরেই ১৩ কোটির স্বপ্নের বাংলো,  জেনে নিন আলিয়ার চোখধাঁধানো ইন্টিরিয়রের 'হোম সিক্রেট'

মুম্বইয়ের জুহু এলাকাতেই রয়েছে আলিয়ার স্বপ্নের বাংলো। বর্তমানে এই বাড়ির মূল্য ১৩ কোটি টাকা।

210

বয়স মাত্র ২৭। এই বয়সেই এত কোটি মূল্যের প্রাসাদোত্তম বাংলো কিনে সকলকে চমকে দিয়েছেন আলিয়া।

310

আলিয়ারএই বাড়িটি ২৩ হাজার বর্গফুট বিস্তৃত। প্রতিটি ঘরে রয়েছে আধুনিকতার ছোঁয়া।

410

আলিয়ার বাড়ির ডিজাইন করেছেন ইন্টিরিওর ডিজাইনার রিচা বহাল।

510

আলিয়ার ড্রয়িংরুমে রয়েছে সাদাও বাদামী রঙের সোফা। এবং সোফার কুশন গুলিও বেশ নজরকাড়া।

610


ডিজাইনার রিচা অভিনেত্রী আলিয়ার পছন্দ অপছন্দ মাথায় রেখেই পুরো ফ্ল্যাটটি সাজিয়েছেন।

710


বাংলো একটি কোণায় জুতো রাখারও আলাদা একটি জায়গা করেছেন আলিয়া। সেখানে বিভিন্ন ধরনের জুতো তিনি সাজিয়েও রেখেছেন।

810

আলিয়ার রান্নাঘরেও রয়েছে ছিমছাম থিম। সাদা ও আকাশী রঙের মিক্স অ্যান্ড ম্যাচ করে রান্নাঘরটি সাজানো হয়েছে।

910

ডাইনিং রুমে  পুরো ডিফারেন্ট এলিগ্যান্ট লুক রাখা হয়েছে। কাঠের ডাইনিং টেবিল একটা রেট্রো লুক দেওয়া হয়েছে।

1010


আলিয়া নিজের সাজসজ্জার জন্য আলাদা একটি ঘরও বানিয়েছে। যা দারুণ আর্কষণীয়। সারা দেওয়াল জুড়ে ওয়াল হ্যাং এবং বড় তাকের আলমারি এছাড়াও আলংকারির আইটেম রয়েছে।

click me!

Recommended Stories