মিলে গেল বিখ্যাত জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, পাওয়ার কাপল 'বিরুষ্কা'র কোলে এল ফুটফুটে কন্যাসন্তান

ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন অনুষ্কা শর্মা।   বিরুষ্কার জীবনে এল নতুন অতিথি। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে।  ছেলে না মেয়ে, কী আসতে চলেছে বিরুষ্কার ঘরে, তা নিয়ে জোর জল্পনা চলেছিল দীর্ঘদিন ধরেই। জল্পনার মধ্যেই ভবিষ্যদ্বাণী জানিয়ে দিয়েছিলেন বিখ্যাত জ্যোতিষী। পন্ডিত জগন্নাথ গুরুজি আগেই জানিয়েছিলেন, ফুটফুটে কন্যা সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। গুরুজির কুষ্ঠি বিচারে যেন হাতেনাতে মিলে গেল বিরুষ্কার জীবনে। কন্যাসন্তানের আগমনে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে বিরাট-অনুষ্কার সোশ্যাল মিডিয়ার পাতা।

Riya Das | Published : Jan 11, 2021 11:20 AM IST / Updated: Jan 11 2021, 04:58 PM IST
111
মিলে গেল বিখ্যাত জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, পাওয়ার কাপল 'বিরুষ্কা'র কোলে এল ফুটফুটে কন্যাসন্তান

মা হলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। জন্মানোর শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিরুষ্কার সন্তান।

211


ফুটফুটে কন্যাসন্তানের মা হলেন অনুষ্কা শর্মা।   বিরুষ্কার জীবনে এল নতুন অতিথি। 

311


দুই থেকে তিন হলেন। বাবা হলেন বিরাট কোহলি। আজ দুপুরেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা।

411


মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে খুশির খবর শেয়ার করেছেন বিরাট।

511

পন্ডিত জগন্নাথ গুরুজি আগেই জানিয়েছিলেন, ফুটফুটে কন্যা সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। 

611

পন্ডিত জগন্নাথ গুরুজি আগেই জানিয়েছিলেন, ফুটফুটে কন্যা সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। 

711


গুরুজির কুষ্ঠি বিচারে যেন হাতেনাতে মিলে গেল বিরুষ্কার জীবনে। 

811

কন্যাসন্তানের আগমনে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে বিরাট-অনুষ্কার সোশ্যাল মিডিয়ার পাতা।

911

সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই দূরে রাখতে চান নিজের সন্তানকে, তা আগেই খোলসা করে জানিয়ে দিয়েছেন পাওয়ার কাপল বিরুষ্কা।

1011

ছেলে না মেয়ে, কী আসতে চলেছে বিরুষ্কার ঘরে, তা নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে জল্পনার মধ্যেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন বিখ্যাত জ্যোতিষী। 

1111

বিরাট ও অনুষ্কার কুষ্ঠি বিচারে দেখা গেছিল, তাদের কোলে আসতে চলেছে কন্যাসন্তান। জন্মের আগে থেকেই তারকা সন্তানকে নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos