Published : Sep 20, 2021, 01:26 PM ISTUpdated : Sep 20, 2021, 01:44 PM IST
শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। তবে সম্প্রতি প্রাক্তন সঙ্গে চরম ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন জাহ্নবী, প্রকাশ্যেই চুম্বনের ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা।
মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী ।
39
মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত জাহ্নবী ।
49
এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী।
59
অভিনেত্রীর জীবনে বারেবারে এসেছে দুই পুরুষের কথা। একজন হলেব 'ধড়ক' সিনেমার সহ অভিনেতা ঈশান খট্টর আর অন্যজন হলেন তার ছোটবেলার বন্ধু অক্ষত রাজন।
69
কয়েকদিন আগেই বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে প্রকাশ্যেই 'আই লভ ইউ' বলেছিলেন জাহ্নবী। এবার পার্টি করার ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। যা প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়েছে।
79
সম্প্রতি প্রাক্তনের সঙ্গে চরম ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিলেন জাহ্নবী কাপুর, প্রকাশ্যেই চুম্বনের ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা।
89
সাদা নুডলস স্লিভ গাউন, খোলা চুলে অক্ষতরে জড়িয়ে ধরে রয়েছেন জাহ্নবী। এবং অক্ষতও জাপটে ধরে চুমু খাচ্ছেন জাহ্নবী। এই ভিডিও নিজেই ইন্সটা-তেই শেয়ার করেছেন জাহ্নবী।
99
জাহ্নবী ও অক্ষতের অন্তরঙ্গতার মুহূর্তই এখন নেটদুনিয়ার হটকেক। তবে সূত্র বলছে কেরিয়ারের শুরুতেই অক্ষতের থেকে সরে গিয়েছিলেন জাহ্নবী। তবে প্রেম ভাঙলেও তাদের বন্ধুত্ব আজও কতখানি অটুট তা ভিডিওতেই স্পষ্ট।