শাহরুখ সত্য়িকারের 'চিটার', ২২ বছর আগে কীভাবে ঠকিয়েছিলেন কাজলকে, ফাঁস হল গোপন তথ্য

Published : Oct 16, 2020, 10:01 PM IST

বলিউডের সেরা রোমান্টিক জুটি  বললেই সবার আগে মনে আসে শাহরুখ খান ও  কাজলের নাম । বাস্তব জীবনেও কাজল ও শাহরুখ খান দুজনেই খুব ভাল বন্ধু। প্রথমসারির জুটি হিসেবে যেমন তাদের পরিচিতি রয়েছে ঠিক তেমনই বন্ধুত্বের রসায়ণও তাদের খুবই ভাল। কিন্তু এটা জানেন কি বাস্তবে শাহরুখকে চিটার বললেন কাজল। আজ থেকে ঠিক ২২ বছর আগে কাজলকে ঠকিয়েছিলেন শাহরুখ, যা ফাঁস করলেন কাজল।  

PREV
19
শাহরুখ সত্য়িকারের 'চিটার', ২২ বছর আগে কীভাবে ঠকিয়েছিলেন কাজলকে, ফাঁস হল গোপন তথ্য


বলিউডের সেরা জুটি একের পর এক ছবি করে বক্স অফিস মাত করে রেখেছে। আর সেই হিট জুটিকেই দর্শক সবসময়ে পর্দার বাইরেও দেখতে চেয়েছে। 

29

 'কুছ কুছ হোতা হ্যায়'   'দিলওয়ালে ',  'কভি খুশি কভি গম'-এর মতো একাধিক হিট নাম্বার রয়েছে তাদের ঝুলিতে।

39

শাহরুখ-কাজল নামটা শুনলেই যেন ভক্তদের প্রত্যাশা দ্বিগুণ বেড়ে যায়।  তবে বাস্তবেও কি তাদের রসায়ণ এতটাই গাঢ়।

49

চিটার-এর তকমা পেলেন শাহরুখ, তাও আবার কাজলের থেকে। এমনও দিন আসবে তা যেন স্বপ্নই ছিল শাহরুখের।

59

তবে কি বন্ধুত্বের ভাঙন শুরু। হঠাৎ কী হল এই রোম্যান্টিক জুটির। বাস্তবে প্রেমটা হয়নি তাদের দ্বারা। বন্ধুত্ব থেকে সম্পর্ক অনেকেরই হয়। এই নিয়েও নানা মত রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমন এক সত্য যা জানলে অবাক হবেন।

69

এবার প্রকাশ্যেই শাহরুখকে চিটার বললেন কাজল। সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই চিটার-এর তকমা দিলেন বাদশা-কে।

79


কী চিট করেছেন শাহরুখ, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এই খবর প্রকাশ্যে আসতেই তা জানতে চাইছেন ভক্তরা।

89

খোঁজ নিয়ে যা জানা গেল, আসলে মজার ছলেই শাহরুখতকে চিটার বলেছেন কাজল। সম্প্রতি নিজের ইনস্টা-তে একটি কার্টুন শেয়ার করেছেন কাজল। সেখানেই 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির ডায়লগ বলতে শোনা যাচ্ছে কাজলকে।

99

ছবি মুক্তির ২২ বছর পরে একটি কার্টুন শেয়ার করেই  সেই বিখ্যাত ডায়লগের শোনা গেল কাজলের গলায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে ২২ বছরের পুরোনো স্মৃতি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories