ক্যাটরিনা কাইফ, বলিউডের প্রথমসারিতেই বিরাজমান তিনি। নাচ, অভিনয়, ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন সমস্ত কিছুতেই লাইমলাইটের শীর্ষে রয়েছেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
29
বলিউডে আসার পর বুম ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখেন ক্যাটরিনা কাইফ। সেই ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ক্যাট।
39
গুলশন গ্রোভারের সঙ্গে ক্যাটরিনা লিপলক দৃশ্যের অনুশীলন করছিলেন। তখনই হঠাৎ করেই অমিতাভ বচচ্ন সেখানে চলে আসেন। এবং পুরো বিষয়টি দেখে তাদের উৎসাহিত করেন।
49
গুলশন গ্রোভারও আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন,বুম ছবিতে চুম্বনের সময় প্রচন্ড নার্ভাস ছিলেন অভিনেতা। এবং সেই কারণেই ঘর বন্ধ করে স্মুচিংয়ের দৃশ্যের অনুশীলন করেছিলেন অভিনেতা।
59
ছবিতে গুলশন গ্রোভারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে নিজেকে উজার করে দিয়েছিলেন ক্যাট। গুলশনের সঙ্গে ক্যাটরিনার চুম্বন দৃশ্য নিয়ে প্রায় শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আজও এই নিয়ে বিতর্ক থামেনি।
69
গ্রোভার আরও জানিয়েছিল, ছবিতে এই দৃশ্যটিই সবচেয়ে কঠিন ছিল। এই ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং করতে প্রায় ২ ঘন্টারও বেশি সময় লেগেছিল। দুবাইয়ে শুটিং হয়েছিল।
79
পরিচালক যখন ক্যাটরিনাকে বলেছিলেন টেবিলের উপর বসে গুলশনের কলার ধরে তাকে চুমু খেতে, এই কথা শুনেই হতবাক হয়ে গেছিলেন গুলশন। তবে ক্যাটরিনা আত্মবিশ্বাসের সঙ্গে দৃশ্য়টি উপস্থাপন করেছিলেন।
89
সালটা ২০০২। বি গ্রেডেড ছবি হিসেব পরিচিতি পেয়েছিল বুম। কিন্তু ছবির উর্ধ্বে গিয়ে ক্যাটরিনার যৌনতা ভাইরাল হয়ে গিয়েছিল।আর গুলশনের সঙ্গে ক্যাটের রোম্যান্স দেখার জন্যই নেটিজেনরা হামলে পড়েছিলেন। তারপর থেকেই শিরোনামে চলে আসেন ক্যাট।
99
খুব শীঘ্রই ক্যাটরিনা কাইফকে 'সূর্যবংশী' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে লিড চরিত্রে দেখা যাবে। এছাড় 'ভূত' ছবিতে দেখা যাবে বলিউডের ক্যাটকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।