অজয় দেবগণ ও ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের এই সমীকরণ খুব একটা কানে আসে না। কারণ এই দুই নিয়ে খুব একটা কথা হয় না বলিউডে। অথচ এই দুই প্রকাশ্যে এ কি কাণ্ড ঘটালেন, যা দেখে অবাক হয়ে গেল নেট দুনিয়া!
ঐশ্বর্য রাই বচ্চন, একাধিকবার চুমু বিতর্কে জড়িয়েছে এই অভিনেত্রীর নাম। কখনও পর্দার সামনে কখনও আবার পেছনে।
211
অমিতাভ বচ্চনের সঙ্গে মদ্যপ অবস্থায় চুমুর ভিডিও আজও সকলের হাতে হাতে ঘোরে। প্রকাশ্যে অমিতাভের ঠোঁটে চুমু বসিয়েছিলেন রাই সুন্দরী।
311
এখানেই শেষ নয়, এরপর আসে হৃত্বিক রোশন বিতর্ক, ধুম ২ ছবিতে তাঁর সঙ্গে হৃত্বিকের চুম্বনও যথেষ্ট ঝড় তোলে নেট দুনিয়ায়।
411
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সেট জুড়ে থাকা ঐশ্বর্যের হট দৃশ্যও সংঘাত তুলেছিল বচ্চন পরিবারেও।
511
এমন কি কথা গড়িয়েছিল ডিভোর্স পর্যন্তও। মোটেই তা ভালো চোখে দেখেননি পরিবারের কেউ।
611
যদিও এই বিতর্ক কিছুতেই ঐশ্বর্যের জীবব থেকে পিছু ছাড়ছে না। একবার এক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ভয়াবহ কাণ্ড ঘটল।
711
অভিষেকের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন ঐশ্বর্য। এই দম্পতিকে দেখে অনেকেই আসছেন কথা বলতে।
811
সেদিন ঠিক একইভাবে এগিয়ে এসেছিলেন অজয় দেবগণ। ঐশ্বর্য তখন অভিষেকের হাত ধরে রয়েছে।
911
এমনই অবস্থায় হঠাৎ অজয়ের ঠোঁটে চুমু বসিয়ে দেন ঐশ্বর্য। দেখে অবাক সকলে। মুহূর্তে সেই ছবি হয় ক্যামেরা বন্দি। ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
1011
যদিও পরবর্তীতে সেই ছবি থেকেই উদ্ধার হয় সত্য ঘটনা। তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরতে দিয়েছিলেন। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলে তা মনে হয় চুমু।
1111
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।