কালো ডিপ নেকে স্পষ্ট স্তনের খাঁজ, উরু বার করে ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে ট্রোলড মালাইকা

Published : Apr 27, 2021, 02:36 PM ISTUpdated : Apr 27, 2021, 03:43 PM IST

ফ্যাশনিস্তা- ফিটনেস ফ্রিক-সুপারহট সমস্ত তকমায় রয়েছে  বলি অভিনেত্রী মালাইকা আরোরার।  ৫০ -এর কোটায় পৌঁছেও সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী।  সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। কালো ডিপ নেকে বেরিয়ে আসছে বক্ষযুগল, শর্টস ডেনিমে নিতম্ব দেখিয়ে ছেলেকে নিয়ে রাস্তায় বেরোতেই নেটিজেনদের চরম নিন্দার মুখে পড়লেন মালাইকা।  

PREV
110
কালো ডিপ নেকে স্পষ্ট স্তনের খাঁজ, উরু বার করে ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে ট্রোলড মালাইকা

মালাইকার সেক্সি চাবুক ফিগারের নেশায় বুঁদ আট থেকে অষ্টাদশী।  জনপ্রিয় অভিনেত্রী তথা ফিটনেস গুরু হিসেবেও তাকে মানেন অনেকেই।

210

৪৭-এর মালাইকাকে বডি ফিটনেসে টেক্কা দেওয়া মুশকিল। সেক্সি ফিগার ধরে রাখতে নিয়মিত যোগাভ্যাসও করেন অভিনেত্রী।
 

310

 ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। নো লেকে উপচে পড়ছে নায়িকার ভরা যৌবন। ফের ডেনিম শর্টসে নিতম্ব দেখিয়ে পাপারাৎজির ক্যামেরায় ঝড় তুললেন সুপারহট মালাইকা।
 

410

দীর্ঘ বছরের আরবাজের সংসার ছেড়ে ছেলে আরহানকে নিয়ে থাকেন মালাইকা। তবে ছেলেকে নিয়ে পুরোপুরি একা নন, বয়ফ্রেন্ড অর্জুনও থাকেন।

510

বয়স বাড়লেও তার মন ও শরীর যেন ২০-র যুবতী। বয়সে ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়ন তার প্রমাণ দিচ্ছে বারবার।
 

610

 অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন ফ্যাশন আইকন মালাইকা। যদি ট্রোলডকে পাত্তা না দিয়ে তিনি খোশমেজাজেই আছেন।

710

এবার ছেলেকে নিয়ে রাস্তায় বেরোতেই ধেয়ে এল নোংরা মন্তব্য। মাস্ক পরেই ছেলে আরহানকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন মালাইকা।

810


 পরণে কালো ডিপ নেক শার্ট ও শর্টস। আরহানও কালো টি-শার্ট এবং ফুল প্যান্টে নজর কেড়েছেন। ছেলের সঙ্গে মায়ের এই পোশাক পরা দেখেই ট্রোলিং শুরু করেছেন নেটিজেনরা।

910

এত ছোট পোশাকে ছেলের পাশে মালাইকাকে দেখে নেটিজেনরা বলেছেন, মায়ের শিক্ষা নেই।

1010

অনেকেই বলেন ছেলের পোশাক মায়ের থেকে বড়। নেটিজেনদের অশ্লীল মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। যদি নোংরা মন্তব্য নিয়ে স্পিকটি নট মালাইকা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories