জ্যাকলিনের একটি ছোট পার্সের দামে একটি গাড়ি কিনতে পারবেন, জানেন ঠিক কত টাকার ব্যাগ এটা

Published : Apr 27, 2021, 11:32 AM IST

লাইফস্টাইলের সঠিক ভারসাম্য বজায় রাখাটা সেলেব মহলের জন্য ভীষণ জরুরী। প্রতিটা মুহূর্তে কী পরছেন, কোথায় যাচ্ছেন সব কিছুতেই কড়া নজরদারী চালিয়ে যাচ্ছেন সকলে। আর সেই সুবাদেই নজরে এলো জ্যাকলিনের ব্যাগ। 

PREV
17
জ্যাকলিনের একটি ছোট পার্সের দামে একটি গাড়ি কিনতে পারবেন, জানেন ঠিক কত টাকার ব্যাগ এটা

জ্যাকলিন, যাঁর ফ্যাশন স্টেটমেন্টই এক কথায় ঝড় তোলে নেট মহলে। সেই সেলেব কুইনের ব্যাগ এবার ফোকাসে। 

27

তাঁর পোশাক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, সবই এক কথায় বলতে গেলে পার্ফেক্ট। 

37

এখনও পর্যন্ত কোনও তারকাকেই মন দেননি জ্যাকলিন। কেবল তাঁর কেরিয়ারেই ফোকাস করে রেয়ছেন এই হট ডিভা। 

47

এই পরিস্থিতিতে নিজেকে নতুন করে গুছিয়ে আবারও সকলের নজর কাড়তে মরিয়া জ্যাকলিন। 

57

তবে একি, ফ্যাশন আইকুনের হাতে ব্যাগ দেখা মাত্রই সকলের চক্ষু চড়কগাছ। 

67

কত টাকার ব্যাগ নিয়ে পোজ দিচ্ছেন জ্যাকলিন! এই ব্যাগের দাম ৮ হাজার ডলার। 

77

যা ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ টাকা। ব্যাগের সাইজ এতটাই ছোট যে এতে একটাকার্ড, লিপস্টিক বা কিছু চাবি থাকতে পারে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories