সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। সম্প্রতি জিম লুকে ভাইরাল হয়েছেন মালাইকা। পেটের উপর পেশাক উঠতেই স্ট্রেচ মার্কস বেরিয়ে এল, তার উপর নিতম্বের খাঁজও স্পষ্ট। অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছন ফ্যাশন আইকন মালাইকা।