নিতম্বের খাঁজ স্পষ্ট, 'স্ট্রেচ মার্কস' ফ্লন্ট করতে গিয়ে চরম ট্রোলের শিকার মালাইকা

Published : Jan 26, 2021, 01:30 PM IST

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে। বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। সম্প্রতি জিম লুকে ভাইরাল হয়েছেন মালাইকা। পেটের উপর পেশাক উঠতেই স্ট্রেচ মার্কস বেরিয়ে এল, তার উপর নিতম্বের খাঁজও স্পষ্ট। অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছন ফ্যাশন আইকন মালাইকা।

PREV
19
নিতম্বের খাঁজ স্পষ্ট, 'স্ট্রেচ মার্কস' ফ্লন্ট করতে গিয়ে চরম ট্রোলের শিকার মালাইকা

 
স্তনযুগল উন্মুক্ত করেই হোক কিংবা অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা। 

29

নেটদুনিয়া ফের উত্তাল হয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। 

39

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জিম লুকের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।

 

49


পেটের উপর পেশাক উঠতেই বেরিয়ে এল, স্ট্রেচ মার্কস । তার উপর নিতম্বের খাঁজও স্পষ্ট। বিগ সাইজ নিতম্বের ভাঁজে চোখ আটকে নেটিজেনদের।গোলাপি জিম স্যুটে অভিনেত্রীর পেটের স্ট্রেচ মার্কস নজর কেড়েছে সাইবারবাসীর।

59

অতিরিক্ত স্ট্রেচ মার্কসের জন্যই ট্রোলের শিকার হয়েছেন বলি অভিনেত্রী। নেটিজেনদের একজন লিখেছেন, টাম্মি সে বুধপ দিখ গয়া।

69


 অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছন ফ্যাশন আইকন মালাইকা।

79


নেটিজেনরা আরও বলেছেন, এখন মনে হচ্ছে আপনি বুড়ে হয়ে গেছেন।  অনেকে আবাক স্ট্রেচ মার্কসকে স্বাভাবিক বলে মনে করেছেন।

89

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি।বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা।


 

99

চুটিয়ে প্রেম থেকে লিভ-ইন নিয়েও একাধিকবার  কটুক্তির মুখে পড়তে হয়েছে মালাইকাকে।
বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories