নগ্ন শরীরে আয়নার সামনে সেলফি, উন্মুক্ত বিভাজিকায় স্নানের ছবিতে চরম নিন্দায় মুখে অভিনেত্রী

অর্ধনগ্ন থেকে পুরো নগ্ন।  তার প্রতিটি ছবিই যেন সে কথাই বল। চরিত্রের জন্য নগ্নতা নয়, বরং নিজের নারী সত্তাকে এইভাবেই মেলে ধরতে চেয়েছেন বলিউডের ইরানি সুন্দরী মন্দানা করিমি। পোশাক বলতে গায়ে কিছুই নেই। সম্পূর্ণ নগ্ন হয়েই সেলফি তুলতে মগ্ন অভিনেত্রী। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে একের পর এক ছবিতে ক্লিক। আর নিজের ইনস্টা-তেই তা আপলোড করে লাইমলাইটে চলে এসেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে নগ্ন সৌন্দর্য দেখতে ঝাপিয়ে পড়েছেন নেটিজেনরা, দেখে নিন তার ঝলক।

Riya Das | Published : Aug 26, 2020 4:23 AM IST / Updated: Aug 26 2020, 11:03 AM IST
112
নগ্ন শরীরে আয়নার সামনে সেলফি, উন্মুক্ত বিভাজিকায় স্নানের ছবিতে চরম নিন্দায় মুখে অভিনেত্রী


সম্পূর্ণ নগ্ন হয়ে অনস্ক্রিন নয়, বরং নিজের উষ্ণতা ছড়িয়ে দিতেই একের পর এক নগ্ন ফোটোশুটে ক্লিক করলেন বলিউডের ইরানি সুন্দরী মন্দানা করিমি।

212

সম্প্রতি নিজের বাথরুমে  নগ্ন হয়ে আয়নার সামনে একের পর এক সেলফি তুললেন অভিনেত্রী।

312

নিজের ইনস্টা প্রোফাইলেই প্রতিটি ছবি আপলোডও করেছেন সাহসীকতার সঙ্গে। যা মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের।

412

ছবিগুলি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, সদ্যই স্নান সেড়ে বেরিয়েছেন মন্দানা। ভেজা চুলে অভিনেত্রীর বোল্ড লুক যেন ঠিকরে বেরোচ্ছে।

512

পোশাক বলতে গায়ে কিছুই নেই। শুধু টাওয়াল দিয়েই নিজেকে হালকা ভাবে মুড়ে নিয়েছেন।

612

 আবার অঙ্গ বিভাজিকা উন্মুক্ত করেও আয়নার সামনে পোজ দিয়েছেন।

712


নগ্ন শরীরের ছবি পোস্ট করতেই নিন্দায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক নোংরা মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্ট সেকশন।

812

নিজের নারীসত্ত্বা উজার করতে গিয়েই অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী। 

912

ছোটবেলা কেটেছে রক্ষণশীল পরিবারে। তারপরই মডেলিং দুনিয়ায় প্রবেশের পরেই সাহসী সফর শুরু হয় মন্দানার।

1012

মডেলিং করতে করতে বেস কয়েকটি ছবিতে সুযোগ পান। তারপরই বিগ বস সিজন ৯ -এ এসে চতুর্থ স্থানে শো থেকে বেরিয়েছিলেন মন্দানা। 

1112


তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিগ বসের সাফল্যই তাকে সকলের কাছে পরিচিত করে তুলেছে।

1212


তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিগ বসের সাফল্যই তাকে সকলের কাছে পরিচিত করে তুলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos