BIG SHOCKING, ফুটফুটে দুই সন্তান রেখেই চলে গেলেন মন্দিরার স্বামী রাজ কৌশল, শোকের ছায়া বলিউডে

ফের দুঃসংবাদ বলিউডে। বুধবার ভোর রাত ৪.৩০ মিনিটে আচমকাই হার্ট অ্যাটাকে প্রয়াত হলেন পরিচালক তথা বলি অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল। পরিচালক-অভিনেত্রীর স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড। ফুটফুটে ছোট দুই সন্তান রেখেই সকলকে ছেড়ে হঠাৎ চলে গেল রাজ কৌশল। চিকিৎসকদের কোনওরকম সাহায্য নেওয়ার আগেই মৃত্যু হয়েছে রাজ কৌশলের।

Riya Das | Published : Jun 30, 2021 5:19 AM IST / Updated: Jun 30 2021, 11:00 AM IST
110
BIG SHOCKING, ফুটফুটে দুই সন্তান রেখেই চলে গেলেন মন্দিরার স্বামী রাজ কৌশল, শোকের ছায়া বলিউডে

প্রয়াত হলেন বলি অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল।  বুধবার ভোর রাত ৪.৩০ মিনিটে আচমকাই হার্ট অ্যাটাকে প্রয়াত হলেন পরিচালক রাজ কৌশল।

210


বলিউডে ফের দুঃসংবাদ।পরিচালক-অভিনেত্রীর স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড।

310

ফুটফুটে ছোট দুই সন্তান রেখেই পুরো পরিবারকে ছেড়ে হঠাৎই না ফেরার দেশে চলে গেল রাজ কৌশল। 

410

চিকিৎসকদের কোনওরকম সাহায্য নেওয়ার আগেই মৃত্যু হয়েছে রাজ কৌশলের। ভোররাতে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে তার।

510

মন্দিরা ও রাজের দুই সন্তান রয়েছে। প্রযোজক-পরিচালকের রাজ কৌশলের মৃত্যু কোনওভাবেই মেনে নিয়ে পারছেন না মন্দিরা বেদী।
 

610


মন্দিরা ও রাজের দুই সন্তান। ছেলের নাম বীর। এবং  ২০২০ সালে তারা নামে একটি ৪ বছরের কন্যা সন্তানকে দত্তক নেন মন্দিরা-রাজ। 

710

কপি রাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ কৌশল। এছাড়াও 'পেয়ার মে কাভি কাভি', 'অ্যান্টনি কৌন হ্যায়', 'শাদি কা লাড্ডু',-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। 
 

810

মুকুল আনন্দ, সুভাষ ঘাই-এর মতো পরিচালকদের সহকারী হিসেবেও কাজ করেছেন। ১৯৯৮ সালে খুলেছিলেন নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা। ৮০০-র বেশি বিজ্ঞাপন তৈরি হয়েছিল রাজের  পরিচালনায়। 
 

910

অভিনেতা রোহিত রয় টুইটে জানিয়েছেন, 'বুধবার ভোর রাতে ৪.৩০ লাগাদ মারা যান রাজ। বাড়িতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। মন্দিরার পরিবারের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া বা কোনও চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয়েছে রাজের'।

1010


 রোশন আব্বাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রাজ কুশলের  মৃত্যুর খারাপ খবর পেলাম। আশা করি, যেখানে গেছো সেখানে গিয়েও  যেন তোমার সমস্ত আশা ও স্বপ্ন  পূরণ হোক। তোমাকে প্রচন্ড মিস করব।'

Share this Photo Gallery
click me!

Latest Videos