সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মৌনি ভক্তদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত। কিছু না কিছু করে দর্শকদের নজরে রয়েছেন মৌনি রায়। এবং সুপারহট অবতারে মৌনিকে দেখে ঘুম উড়েছে ভক্তদের।
410
শার্টের সবকটা বোতাম খোলা। অন্তর্বাস ছাড়ায় অন ক্যামেরায় একের পর এক ফটোশ্যুটে ঝড় তুললেন বঙ্গতনয়া। প্রতিটি ছবিতেই শরীরী শিহরণে আগুন জ্বালিয়েছেন নায়িকা।
510
কখনও শুয়ে কখন আবার দাঁড়িয়ে একের পর এক হট পোজে নজর কেড়েছেন মৌনি। সেক্সি কোমরের ভেঁজে নিজের শরীরকে ওলটপালট করেছেন বলিউডের এই সুন্দরী।
610
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন , 'জীবন এক অদ্ভুত রহস্য, তার সমাধান না করাই ভাল'। মৌনির সেক্সি আদায় চোখ সরাতে পারছেন না আট থেকে অষ্টাদশী।
710
শরীরী ছিটেফোঁটাও মেদ নেই। ফ্ল্যাট অ্যাবস, মারকাটারি টোনড চাবুক ফিগারে ভক্তদের পাগল করে দিয়েছেন মৌনি। খোলামেলা শরীরে যেন আগুন ঝরছে।
810
কখনও কালো ব্রা-লেট, তো কখন হাই স্লিট স্কার্ট সবসময়েই যেন শরীরী উষ্ণতা বাড়িয়ে ফ্যাশন গোল দিচ্ছেন মৌনি। ছিপছিপে চেহারায় মৌনিকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের।
910
টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।
1010
টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।