খোলা চুল উন্মুক্ত পিঠ, মলদ্বীপের বিচে টপলেস ছবি শেয়ার মৌনির

মৌনি রায়। বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন। তার ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তেরা। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। বলি তারকাদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন মানেই মলদ্বীপ। নিজেদের ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করে রিফ্রেশ হতে অনেকেই বেছে নেন মলদ্বীপকে। সম্প্রতি মলদ্বীপে ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী মৌনি রায়।  নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়েছেন অভিনেত্রী। ছবিগুলি না দেখলেই বড় মিস। 

Riya Das | Published : Feb 13, 2020 9:54 AM IST / Updated: Feb 13 2020, 03:49 PM IST
115
খোলা চুল উন্মুক্ত পিঠ, মলদ্বীপের বিচে টপলেস ছবি শেয়ার মৌনির
মলদ্বীপে ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী মৌনি রায়।
215
উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন এই বঙ্গ তনয়া।
315
সমুদ্র সৈকতের পাশে সাদা কম্বল জড়িয়ে উষ্ণতা মাখানো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মৌনি রায়।
415
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
515
সমুদ্র সৈকতের মধ্যে মনোকিনি পরে ভাসমান ব্রেকফার্স্টের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
615
নীল জলরাশির মধ্যে ওয়াইনে চুমুক দিয়েছেন অভিনেত্রী।
715
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
815
যদি প্রথমবার নয়, এর আগেও বহুবার উষ্ণ ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি।
915
উন্মুক্ত পিঠ খোলা চুলে তার এই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।
1015
শীতের আমেজে অভিনেত্রীর ছবিগুলি দেখে নিজেকে সামলানো যেন বড় দায়। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত মৌনি।
1115
টেলি সিরিয়ালের পাশাপাশি হিন্দি ছবিরও জনপ্রিয় মুখ মৌনি। ইতিমধ্যেই বেশ কিছু সিনেমাতেও কাজ করে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
1215
'গোল্ড' ছবিতেও অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বেশ নজর কেড়েছিলেন মৌনি।
1315
অয়ন মুখার্জি পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়।
1415
এই ছবিতে রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট-সহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে পর্দা শেয়ার করবেন তিনি।
1515
শোনা যাচ্ছে নাগিন ৪-এও দেখা যাবে মৌনিকে।
Share this Photo Gallery
click me!

Latest Videos