করোনা আতঙ্কের মধ্যে মাস্ক পরে ফোটোশ্যুট, নেটিজেনদের কটাক্ষের শিকার পরিণীতি

Published : Feb 12, 2020, 09:11 AM IST

আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।  করোনা ভাইরাসের বাহক হল মানুষ। মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাস । মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু।  যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনা আতঙ্ক এবার বলিউডে।  একের পর এক অভিনেতা-অভিনেত্রীরাও করোনো নিয়ে আতঙ্কিত। আলিয়া থেকে রণবীর কাপুর সহ একাধিক অভিনেতা- অভিনেত্রীদের  মাস্ক পরা ছবি ভাইরাল হয়েছে। এবার সেই মাস্ক পরেই দেখা গেল বলিউডের পরি অর্থাৎ পরিণীতি চোপড়াকে।    

PREV
112
করোনা আতঙ্কের মধ্যে মাস্ক পরে ফোটোশ্যুট, নেটিজেনদের কটাক্ষের শিকার পরিণীতি
সদ্যই একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে করোনা ভয়ে বলি অভিনেত্রী পরিণীতি চোপড়াকে মাস্ক পরে দেখা গেছে।
212
কিন্তু পরিণীতির এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী।
312
এর আগেও সানি লিওনকেও এই মাস্ক পরতে দেখা গেছে। তিনিও সোশ্যাল মিডিয়ায় এই মারণ ভাইরাস নিয়ে সরব হয়েছেন।
412
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নয়, বরং মাস্ক পরে ফোটোশ্যুট করতে দেখা গেছে অভিনেত্রীকে।
512
করোনা নিয়ে যখন সারাদেশে তোলপাড় হচ্ছে সেই দুরাবস্থায় করোনা নিয়ে নিজের কোন বক্তব্য না রেখে তিনি ব্যস্ত ফোটোশ্যুটে।
612
এই কারণের জন্যই তার এই ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে সমালোচক মহলে।
712
অনেকেই তার এই মাস্ক পরা ফোটোশ্যুটকে সমর্থন করেননি।
812
গোটা বিশ্বে এক মহামারির আকার ধারণ করেছে এই ভাইরাস।
912
এই ধরনের কাজ করা একদমই ঠিক হয়নি বলেই মনে করেছেন একাংশ।
1012
একের পর এক অভিনেতা-অভিনেত্রীরাও করোনো নিয়ে আতঙ্কিত।
1112
যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।
1212
যদিও নেটিজেনদের আক্রমনের শিকার হয়েও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিণীতি।
click me!

Recommended Stories